বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তার সাথে আটাব সিলেট অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।
এসব সমস্যা নিরসনে ছয় দফা দাবিও তুলে ধরেন তারা। আর এ দাবি বাস্তবায়নে বিমানকে ১০ দিনের আল্টিমেটাম দেন আটাব নেতারা। এর মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহৎ আকারে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।
লিখিত বক্তব্যে মো. আব্দুল জব্বার বলেন, ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার পরও বিভিন্ন কারণ দেখিয়ে সিলেট থেকে সরাসরি বহির্বিশ্বে ফ্লাইট যাতায়াত ও বিদেশি এয়ারলাইন্স আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, সিলেটের ওমরা ও হজ্জ পালনকারীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিলেট থেকে যাতায়াত করতে চান কিন্তু তাদের জন্য আসন সংকট তৈরি করে রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কমন ভাড়া নির্দিষ্ট থাকলেও সিলেটিদের জন্য অতিরিক্ত ভাড়ার সিস্টেম চালু করে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে মো. আব্দুল জব্বার যে ছয়টি দাবি জানান তা হলো- সিলেটি যাত্রীদের জন্য সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইট এর ব্যবস্থা করা অথবা কমন ভাড়ায় নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ জেদ্দা, দুবাই লন্ডনসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত কমন ভাড়া বহাল রাখা, সিলেট থেকে জেদ্দা, লন্ডন, দুবাই সরাসরি ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে কমন ভাড়ায় সিলেটিদের আসন বরাদ্দ রাখা, সিলেট অঞ্চলের যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ পরিহার করা, সপ্তাহে ধার্যকৃত জেদ্দা সিলেট ২ ফ্লাইটে সিলেটি যাত্রীদের জন্য ‘ইউ’ ক্লাসে প্রয়োজনীয় আসন বরাদ্দ রাখা এবং রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে বিমান বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা।