বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া পাঁনগাঁও এলাকায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে এবং ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিআইডাব্লিউটিএর উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, পাঁনগাঁও এলাকায় বসুন্ধরা গ্রুপের দখল থেকে মুক্ত হওয়া নদীর জমি খনন করে বুড়িগঙ্গা নদীর পাশের আয়তন বাড়ানো হবে এবং ব্যবসায়ী ও শিল্প কারখানা কাঁচামাল যেন নির্বিঘ্নে জাহাজে করে বহন করা যায় সে উদ্যোগ গ্রহণ করা হবে।
বিআইডাব্লিউটিএর উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করলে দ্রুততম সময়ে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করা সম্ভব বলেও জানান তিনি।
বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখল মুক্ত করতে বিআইডাব্লিউটিএকে বৃহস্পতিবার সহায়তা করে নৌ-পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও র্যাব।
আগামী ৩ মার্চ আবারও বুড়িগঙ্গা নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।