বিআইডাব্লিউটিএ
প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচের আয়োজন করবে বিআইডাব্লিউটিএ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য মো. সাদেক খান, সংসদ সদস্য আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট ১২টি দল বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়
তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
১ বছর আগে
বুড়িগঙ্গা দখল মুক্ত করতে কেরানীগঞ্জে ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীকে সম্পূর্ণ দখল মুক্ত করতে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে ১২তম কার্যদিবসে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাঁনগাঁও এলাকায় বসুন্ধরা গ্রুপের দুটি মিলসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ।
৪ বছর আগে