বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সোমবার (১৮ ডিসেম্বর) বলেছেন, বাংলাদেশের জনগণ এবং দেশের নির্বাচনী প্রতিষ্ঠানগুলোই সিদ্ধান্ত নিতে পারে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো রায় দেওয়ার অধিকার আর কারো নেই।
তিনি বলেন, ‘নির্বাচন প্রতিটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশের নিজস্ব নির্বাচন পদ্ধতি ও ব্যবস্থা আছে। আপনাদের কাছে সবকিছু আছে। জনগণ এই সিদ্ধান্ত নেবে, তা না হলে স্বাধীনতা ও সার্বভৌম জাতির অর্থ বা ধারণা কী।’
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘ভারত-বাংলাদেশ: প্রতিবেশী দেশের সম্পর্কের রোল মডেল’ শিরোনামে জহুর হোসেন চৌধুরী মেমোরিয়াল লেকচার-২০২৩-এ দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় প্রাক্তন এই ভারতীয় কূটনীতিক বলেছেন, কে নির্বাচিত হবেন সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, আর প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নেবে কোন উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আমরা এই প্রচেষ্টার জন্য আপনাদের শুভ কামনা করি।’
দৈনিক ভোরের কাগজ ঢাকার একটি হোটেলে ‘ভারত-বাংলাদেশ: প্রতিবেশী দেশের সম্পর্কের রোল মডেল’ বিষয়ক জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতা-২০২৩ আয়োজন করে।