ঢাকা-টঙ্গী-জয়দেবপুর অংশের অধীন ট্রেন পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প দুটি নেয়া হয়েছে। এতে সমন্বিত ও গতিময় ট্রেন সেবা প্রবর্তনের মাধ্যমে শহরতলী এবং অন্যান্য জেলার যাত্রীদের রাজধানী ঢাকায় স্বাচ্ছন্দ্যে ও সময় সাশ্রয়ী যাতায়াত সম্ভব হবে।
প্রকল্প দুটিতে ভারতীয় ঋণ হিসেবে পাওয়া যাবে ৯০২ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা। আর ২০৪ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকা দেবে বাংলাদেশ সরকার।
যাত্রী সাধারণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিক সংখ্যক ট্রেন চালু করার জন্য ঢাকা-টঙ্গী অংশে সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের ফলে রাজধানী ঢাকা হতে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, টঙ্গী-জয়দেবপুর হয়ে উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল অধিকতর স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গতিময় করার ক্ষেত্রে ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ফিডার সেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ও কল্পতরু যৌথভাবে কাজটি করবে। চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ সমাপ্ত হবে।
প্রকল্পের আওতায় বাঁধসহ ৯৬ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন এবং ২৫টি কালভার্ট, ছয়টি প্লাটফর্ম ও সেড, ১২টি ফুটওভার ব্রিজ, চারটি স্টেশন ভবন ও অন্যান্য পূর্ত কাজ করা হবে।