কক্সবাজার, ভাসানচর ও এ অঞ্চলে রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে ৩০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্টেট ব্যুরো ফর পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন এবং ইউএসএআইডির মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, এই তহবিলের মধ্যে থাকছে- স্বাস্থ্যসেবা, পুষ্টি, বিশুদ্ধ পানি এবং আশ্রয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তার পাশাপাশি মানবিক সহায়তার উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে স্বনির্ভরতা উদ্যোগের জন্য সহযোগিতা।
আরও পড়ুন: ডোনাল্ড লুর আসন্ন সফরে রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত জেফরি প্রেসকট বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের খাদ্য নিরাপত্তা, কৃষি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরকালে এই নতুন সহায়তা তহবিলের ঘোষণা দেন।
রাষ্ট্রদূত প্রেসকট বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী এবং এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার ও অংশীদারদের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার একক বৃহত্তম দাতা যুক্তরাষ্ট্র।
এই সংকটের জন্য ২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের মোট অর্থায়ন প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মধ্যে বাংলাদেশে শরণার্থী ও স্থানীয়দের জন্য ১ দশমিক ৯ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের সঙ্গে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ