রবিবার মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করতে গেলে এ অনুরোধ জানানো হয়।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে ওআইসির পক্ষে গাম্বিয়া দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে গত বছরের ১১ নভেম্বর মামলা করে।
মিশরের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে তাদের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতের সাথে আলাপকালে বাংলাদেশ ও মিশরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এ ক্ষেত্রে দুদেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন ড. মোমেন।
তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান
তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশিদের মিশর কাজে লাগাতে পারবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
ড. মোমেন রাষ্ট্রদূতকে বাংলাদেশে একটি পেট্রো কেমিক্যাল শিল্প স্থাপনের জন্য অনুরোধ করেন।
মিশরের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে বলে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে জানান ওয়ালিদ আহমেদ।