সংগঠনটির প্রধান আশীষ কুমার দে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ইউএনবিকে বলেন, উল্লেখিত সময়ে প্রতিদিন গড়ে ১১টি দুর্ঘটনা ঘটছে এবং ২৩ জন আহত হয়েছেন।
আর এসব দুর্ঘটনার জন্য সাধারণত বেপরোয়া গাড়ি চালানো, চুক্তি ভিত্তিক গাড়ি ভাড়া নেয়া, আইনের প্রয়োগের অভাব ও ফিটনেসহীন গাড়ি দায়ী।
এছাড়া, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার যানের সংখ্যা বৃদ্ধি, বিরতিহীনভাবে গাড়ি চালানো, পথচারীদের মধ্যে সচেতনতা না থাকা এবং চালকরাও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী, যোগ করেন তিনি।
এসসিআরএফ কর্তৃক প্রস্তুতকৃত এক প্রতিবেদনের বরাত দিয়ে আশীষ বলেন, গত আট মাসে ২ হাজার ৮০৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮৪ জন নারী ও ৪৭৮ জন শিশুসহ ৩ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও ৫ হাজার ৬৯৭ জন।
সংগঠনটির সভাপতি জানান, ২২টি জাতীয় দৈনিক ও ১০টি স্থানীয় সংবাদপত্র এবং ৮টি অনলাইন নিউজ পোর্টাল ও বার্তা সংস্থার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।