সড়ক দুর্ঘটনা
কুমিল্লায় ট্রাক উল্টে নদীতে, গোসলরত ৩ নারী নিহত
কুমিল্লার তিতাস উপজেলায় মালবাহী ট্রাক (ট্রলি) উল্টে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা এবং রিনা আক্তার তাদের ভাগ্নে-বৌ।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, তিতাস নদীতে গোসল করতে নেমেছিলেন ওই তিন নারী। এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা নিহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সামছুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে, একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ ছুটে এসে তাদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। কান্না এবং স্বজনদের আহাজারিতে সে সময় বাতাস ভারী হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩৫ বছর বয়সী মনির শেখ।
স্থানীয়রা জানান, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। এরপর হতাহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২ দিন আগে
ফরিদপুরে বাস উল্টে শিশুসহ নিহত দুই, আহত ১৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্বসদরদী নামক স্থানে অপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শামসুন্নাহার (৪০) নামে এক নারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় জাবি ছাত্রী নিহত
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেক করার সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহার নিহত হন।
তিনি আরও বলেন, স্থানীয় জনতা, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শ্যামলী পরিবহনের বাসটিকেও আটক করা হয়েছে।
৫০ দিন আগে
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারসংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজারসংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ভেতরে পড়ে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬৩ দিন আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (৭ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে জিহাদ মারা যায়।
নিহত জিহাদ পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
৮৭ দিন আগে
ফেনীতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
ফেনীতে একটি বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন বাসের সুপার সুপারভাইজার রবিউল (৩০)। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের লালপোল হাফেজিয়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক হঠাৎ ব্রেক কষলে বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস তার পেছনে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের হেলপার ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার ও চালককে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সুপারভাইজারেরও মৃত্যু হয়। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও জানান, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত সড়ক থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৮৮ দিন আগে
লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে মোট পাঁচজনে দাঁড়িয়েছে।
এ ছাড়া এই ঘটনায় আরও অন্তত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ।
উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে মোট পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন— সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড় ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানাপুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর বাসের ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন প্রাণ হারান।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লক্ষ্মীপুরে নিহত ২, আহত ১৫
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘বেপোরায়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
৮৯ দিন আগে
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লক্ষ্মীপুরে নিহত ২, আহত ১৫
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) সকাল ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রহমতখালী খালে পড়ে যায়।
তারা জানান, এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তিনজন এবং জীবিত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এখন পর্যন্ত কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে বাসের নিচে সিএনজি, নিহত ২
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। বাকি আরও একজনের আবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সবাইকে উদ্ধার করেছি।’
৮৯ দিন আগে
রৌমারীতে অটোভ্যানের চাকার নিচে পড়ে প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের রৌমারীতে অটোভ্যানের চাকার নিচে পড়ে মো. রায়হান ওরফে রাহাব (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাব রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাহাব বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে রাস্তার দিকে চলে গেলে চলন্ত একটি অটোভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে বাসের নিচে সিএনজি, নিহত ২
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মলিক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
৮৯ দিন আগে
হানিফ ফ্লাইওভারে বাসের নিচে সিএনজি, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের পাশে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিএনজিচালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)।
আহত রফিক (৫০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গুলিস্তান হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। এরপর রাত ৯টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
তিনি জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
৮৯ দিন আগে