সড়ক দুর্ঘটনা
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার মোকামতলা আন্ডারপাস সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
নিহত কাভার্ডভ্যান চালক মিরাজ ও আহত সহকারী আতিয়ার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে রংপুর থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস সেতুর উপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন কাভার্ডভ্যান চালক এবং আহত হয়েছেন চালকের সহকারী। পরে চালকের সহকারীকে আহতাবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জন নিহত
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠিদের সড়ক অবরোধ
বরিশালে সড়ক দুর্ঘটনায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিক আহমেদ শুভ (২৩) নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর)রাত ৯টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে।
আরও পড়ুন: বরিশালে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
এদিকে, সহপাঠির মৃত্যুতে শেবাচিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টায় মহাসড়কের আমতলা মোড় এলাকায় এই অবরোধ করে তারা।
অবরোধকারীরা এসময় আটক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সড়ক চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পরে সাধারণ মানুষ। পরে পুলিশ ও মেডিকেল কলেজের শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কোতোয়ালি মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বুধবার তারা তাদের দাবি নিয়ে সিটি মেয়রের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: বরিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থী নিহত
বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
দিনাজপুরের পার্বতীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হলদীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবর্তীপুরের চন্ডিপুর ইউনিয়নের মন্ডল পাড়ার মজিদ সরকার এবং লালু।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ৬ জন যাত্রী নিয়ে একটি চার্জারভ্যান পার্বতীপুর বাজার থেকে মন্ডলপাড়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে হলদীবাড়ি এলাকায় রওশন পেট্রোল পাম্পের সামনের সড়কে সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, এতে দুর্ঘটনাস্হলে মজিদ সরকার ও লালু নিহত হন। আহত ভ্যানের তিন যাত্রীকে স্হানীয় স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চালক পালিয়ে গেছে এবং পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি নামে মসজিদের ইমাম নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত
নিহত আবিজ উদ্দিন উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেতগাড়ী এলাকার বাসিন্দা এবং বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রংপুর শহরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ইমাম আবিজ উদ্দিন। পথে কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইমাম আবিজ ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভোলায় পারিবারিক বিরোধের জেরে যুবক নিহত, গ্রেপ্তার ১
ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হতাহতদের মাঝে সিএনজিচালক ছাড়া সবাই একই পরিবারের সদস্য।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার আমজাদ হাট-মুন্সিরহাট সড়কের শনিরহাট মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহত সিএনজিচালক সাইফুল ইসলাম হাড়িপুষ্করণী এলাকার নুর হোসেনের ছেলে এবং ৮ মাস বয়সী নিহত শিশু আনাস কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার চিওড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আকরাম হোসেন, তার স্ত্রী জান্নাতুল মুন্নী, হাসিম বিন আকরাম ও জামাল উদ্দিন শশুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আমজাদ হাট-মুন্সিরহাট সড়কের শনিরহাট মনিপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষ হয়।
পরে প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিএনজিচালক সাইফুল ও আরোহী শিশু আনাছকে মৃত ঘোষণা করেন।
পূর্ব বসন্তপুর এলাকার ইউপি সদস্য জয়নাল আবদীন জানান, সিএনজিচালক সাইফুল ব্যতীত দুর্ঘটনায় হতাহত সবাই হাড়িপুষ্করনী এলাকার গ্রাম সরকার লুৎফুলের বাড়ির একই পরিবারের সদস্য। তারা ওই বাড়ির এক বয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরে বাড়িতে এসেছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, দুর্ঘটনার পর পিকআপচালক শাহীনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি পুলিশ জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনি নিহত
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনি নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে নানী ও নাতনি নিহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বর্জাপুর গ্রামের নানী সামিরুন খাতুন (৩৫) এবং তার নাতনি রোকেয়া খাতুন (৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
তিনি জানান, হাটিকুমরুল থেকে একটি প্রাইভেটকার নাটোর যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিকাল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নানী ও তার নাতনিসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন।
ওসি বলেন, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নানী ও নাতনির মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত অপর ২ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাগুরার মহম্মদপুরে ইজিবাইক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে বিনোদপুর ইউনিয়নের আউনাড়া-কানুটিয়া সড়কের শিমুলতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন ফকির (৬০) কানুটিয়া গ্রামের বাসিন্দা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হানুল ইসলাম জানান, তিনি ইজিবাইকে করে বাড়ি থেকে মহম্মদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত
দুর্ঘটনায় আহত আরও ৫জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১২ কলেজছাত্রী আহত
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিলে মাইক্রোবাস ও মিনি ট্রাকের সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ডুলহাজারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদুল ওমাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানায়, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১২ কলেজছাত্রী আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ জন কলেজ ছাত্রী আহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারা সবাই ছোট দারোগারহাট তাহের-মঞ্জুর কলেজের ছাত্রী। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে এপিসি কারে বিস্ফোরণ, ৫ পুলিশ আহত
আহত ছাত্রীরা হলেন- নাদিয়া আক্তার (১৬), বিবি ফাতেমা স্বপ্না (১৭), রাজিয়া সুলতানা (১৭), সুলাইয়া (১৭), সানজিদা (১৭), মনিষা রানী দাশ (১৯), নাফিজা ইবনাত (১৭), ইফরাতুল তাসফিয়া (১৬), ইবনে সুলতানা (১৭), মায়মুনা আক্তার (১৮), জেসমিন আক্তার(১৭) ও পায়েল রানী দাস (১৮)।
দুর্ঘটনার শিকার হওয়া লেগুনার আহত যাত্রী তাসলিমা আক্তার জানান, লেগুনাটি পৌরসভার শেখপাড়া এলাকায় অতিক্রম করার সময় বড় দারোগারহাট থেকে সিটি গেট পর্যন্ত চলাচলকারী ৮ নম্বর একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে আহত পোশাক শ্রমিকের মৃত্যু
বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
সাভারে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক নিহত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) থানা স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
নিহত কাভার্ড ভ্যানচালক সোহেল রানা (৪৫)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আবুল কালাম ভূইয়ার ছেলে।
নিহত সোহেল রানা এ আর জে কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যানের চালক।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩