সড়ক দুর্ঘটনা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লেগে নাছিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার (২৫) আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।
আহতরা হলেন- নাছিমার বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক।
আরও পড়ুন: দিনাজপুরের ট্রাক উল্টে চালক নিহত
স্থানীয়রা জানান, অটোরিকশা করে বাড়ি যাচ্ছিলেন নাছিমা ও ফারজানা। এ সময় জমিদারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা। এসময় অটোরিকশা চালক ও ফারজানা আহত হন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে ফারজানার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত নাছিমার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এছাড়া কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই নিহত নাছিমা আক্তারের দাফন করতে কোনো অসুবিধা নাই বলে জানান ওসি কবির।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
৪ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ড. মো. ফরহাদ হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিবের দায়িত্ব পালন করছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, নিহত ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
উপজেলার চরলক্ষীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, শুক্রবার নন্দীর বাজারে একটি মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপসচিব ড. ফরহাদ। মাহফিলে অংশ নিতে তিনি ঢাকা থেকে বরিশালে যান। বিকালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের (আলফা-মাহিন্দ্রা) যাত্রী হয়ে মুলাদী সদরে চরলক্ষীপুরে যাচ্ছিলেন ফরহাদ হোসেন। পথে থ্রি-হুইলারটি প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর সামনে এসে পড়ে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ওসি বলেন, ‘চালকের যে পাশে ফরহাদ হোসেন বসা ছিলেন মাহিন্দ্রাটি সেই পাশেই উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তবে দুর্ঘটনায় থ্রি-হুইলার চালক ও অন্য যাত্রীরা তেমন আহত হয়নি বলে জানিয়েছেন ওসি।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।
১ সপ্তাহ আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল আহম্মেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বলেন, বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন।
এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই শাহাদৎ হোসেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
১ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হারুন অর রশীদ (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার মৌসুমি ব্যবসা করতেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২৩
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বীরগঞ্জে পাকা সড়কে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা হচ্ছে। এ ব্যাপরে মামলা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
১ সপ্তাহ আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
মেহেরপুরের গাংনীতে নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন (ভ্যান) সড়কের ওপর উল্টে চালক আব্দুল আজিজ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান চেরাগীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৪০) মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বানী ইসরাইল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বামন্দী বাজারের ছাতিয়ান চেরাগীপাড়ায় নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর উল্টে পড়ে গুরুতর আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
২ সপ্তাহ আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল থেকে এলেঙ্গাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি। তবে তিনি শিক্ষক টাঙ্গাইলের ভূঞাপুরের একটি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
১ মাস আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে আসার সময় হঠাৎ ট্রাকটি গতি কমালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অভি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু
১ মাস আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভুটভুটির (ইঞ্জিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজি অটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
১ মাস আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুরের গাংনীতে ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চালক লিখন আলী(৩০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নিহত লিখন আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার রহিদুল ইসলামের ছেলে। সে পেশায় মাইক্রোবাসের চালক।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে নিহত লিখন আলী গাংনী কাথুলি সড়ক দিয়ে সাহারবাটি গ্রামে যাচ্ছিলেন। চৌগাছা গ্রামের বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক সামনে পড়ে। এসময় লিখন আলী জোরে ব্রেক ধরায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
১ মাস আগে
দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বাস উল্টে একজন যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিমলপুরে মির্জা জুটমিলের কাছে ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ত্রিশ ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিগবাজি খেয়ে উল্টে যায় বাসটি।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক
ফুলবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের নিম্নমানের একটি কোচ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাওয়ার সময় দিনাজপুরের ফুলবাড়ীর বিমলপুরে মির্জা জুটমিলের পাশে রাস্তায় সম্পূর্ণ উল্টে যায়। বাসটির ছাদ দেবে সিটের সঙ্গে মিলে গেছে। এতে দুর্ঘটনাস্থলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।
উপপরিদর্শক আরও জানান, এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
চালক ও হেলপারকে নিয়ে সুপারভাইজার পালিয়ে গেছে বলেও জানান রেজাউল করিম।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
১ মাস আগে