সড়ক দুর্ঘটনা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল থেকে এলেঙ্গাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি। তবে তিনি শিক্ষক টাঙ্গাইলের ভূঞাপুরের একটি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
১ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে আসার সময় হঠাৎ ট্রাকটি গতি কমালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অভি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু
১ সপ্তাহ আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভুটভুটির (ইঞ্জিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজি অটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
২ সপ্তাহ আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুরের গাংনীতে ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চালক লিখন আলী(৩০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নিহত লিখন আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার রহিদুল ইসলামের ছেলে। সে পেশায় মাইক্রোবাসের চালক।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে নিহত লিখন আলী গাংনী কাথুলি সড়ক দিয়ে সাহারবাটি গ্রামে যাচ্ছিলেন। চৌগাছা গ্রামের বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক সামনে পড়ে। এসময় লিখন আলী জোরে ব্রেক ধরায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
৩ সপ্তাহ আগে
দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বাস উল্টে একজন যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিমলপুরে মির্জা জুটমিলের কাছে ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স ত্রিশ ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিগবাজি খেয়ে উল্টে যায় বাসটি।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক
ফুলবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের নিম্নমানের একটি কোচ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাওয়ার সময় দিনাজপুরের ফুলবাড়ীর বিমলপুরে মির্জা জুটমিলের পাশে রাস্তায় সম্পূর্ণ উল্টে যায়। বাসটির ছাদ দেবে সিটের সঙ্গে মিলে গেছে। এতে দুর্ঘটনাস্থলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে।
উপপরিদর্শক আরও জানান, এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
চালক ও হেলপারকে নিয়ে সুপারভাইজার পালিয়ে গেছে বলেও জানান রেজাউল করিম।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
৩ সপ্তাহ আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, শিশুসহ আহত ৪
ময়মনসিংহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাদিয়া (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় নিহত সাদিয়ার ৫ বছরের শিশু সন্তান, স্বজন ও সিএনজিচালকসহ ৪ জন আহত হয়েছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জন নিহত, আহত ৯৭৮: যাত্রী কল্যাণ সমিতি
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের সুতিয়াখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।
সাদিয়া গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার আনোয়ারুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা সাদিয়া সিএনজিতে করে ময়মনসিংহে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আহতরা চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২৪
৩ সপ্তাহ আগে
পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার থেকে ৮টি লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪টি শিশু।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিল তারা। রাত আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
১ মাস আগে
সিলেটে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২৪
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জন।
শনিবার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা), সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সেপ্টেম্বরে সিলেট জেলায় ১০টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত এবং সুনামগঞ্জে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
এছাড়া মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জে ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সেপ্টেম্বরে দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সিএনজি, লেগুনাচালক ও যাত্রী ৩ জন এবং ৫ জন পথচারী।
এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
আরও পড়ুন: সিলেটে সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ সিএনজি অটোরিকশা নিষিদ্ধ
সিলেটে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
১ মাস আগে
বঙ্গবন্ধু সেতুতে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ইবি রোড মহল্লার ছফর উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৬২), তার ছেলে আলীফ হাসান (২৭) ও সদর উপজেলার দীঘলকান্দী গ্রামের শ্রী শুধাংস চন্দ্রের ছেলে চন্দ্র শেখর (৩৩)।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের শ্রমিক নিহত
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ৩ যাত্রী মারা যায়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলার পর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
২ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে জুলাইয়ে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, আহত ৩৬
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকা দিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টরকে পেছন থকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা মা-মেয়ে নিহত হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের শ্রমিক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
২ মাস আগে