শুক্রবার বিকালে শায়েস্তানগর এলাকার নজির সুপার মার্কেটে ডা. মিনহাজ আরেফিনের চেম্বারে এ ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ জনতা চিকিৎসকের চেম্বার ঘেরাও করলে পৌর মেয়র জি কে গউছ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
মারা যাওয়া বুশরা আক্তার (৪ মাস) বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার জমির আলীর মেয়ে।
শিশুর স্বজনরা জানান, বুশরার হৃদযন্ত্রে সমস্যা ছিল। তাকে আজ ডা. মিনহাজের চেম্বারে নেয়া হয়। পরে তার দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী বুশরাকে ওষুধ সেবন করানো হয়। এতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ফের ডা. মিনহাজের চেম্বারে নেয়া হয়। এসময় তিনি রোগীর স্বজনদের ধমক দিয়ে শিশুটিকে হাসপাতালে নেয়ার কথা বলেন।
পরে বুশরাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শিশুর বাবা জমির আলী জানান, তিনি এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন।