শনিবার সন্ধ্যায় এক অনলাইন বৈঠকে এ ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং কোয়াব সভাপতি এসএম আনোয়ার পারভেজ।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ছাড়াও কোয়াব এবং আইএসপিএবি নেতারা বৈঠকে যুক্ত ছিলেন।
আমিনুল হাকিম বলেন, ‘আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল (রবিবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটির মেয়রের সাথে বৈঠক হবে এবং আশা করছি সেখানে ফলপ্রসূ আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয়ের আশ্বাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি সমাধান হয়ে যাবে।’
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে কথা হয়েছে। মুখ্যসচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কাল কথা বলবেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে আশা করছি। সে পর্যন্ত আইএসপিএবি এবং কোয়াবকে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি।’
ইতোমধ্যে এলজিআরডিমন্ত্রী এ মুহূর্তে যাতে তার না কাটা হয় সে জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে বলেও জানান মোস্তাফা জব্বার।
তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ক্যাবল কাটা বন্ধ থাকবে। সে জন্য আইএসপিএবি ও কোয়াবের ইন্টারনেট বন্ধের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানাচ্ছি।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আইএসপিএবি এবং কোয়াবের কাছে আহ্বান জানাচ্ছি সাত দিন সময় দেন, আপনাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে।’
উল্লেখ্য, ১৪ অক্টোবরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ক্যাবল কাটা বন্ধ না করলে ১৮ অক্টোবর থেকে সারা দেশে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট, ডাটা ও ক্যাবল টিভি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল আইএসপিএবি এবং কোয়াব।