ইন্টারনেট
অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন
অত্যাবশ্যক পরিষেবা (রক্ষণাবেক্ষণ) বিল-১৯৫২ এবং অত্যাবশ্যক পরিষেবা (দ্বিতীয়) অধ্যাদেশ-১৯৫৮ কে আরও সময়োপযোগী করার জন্য বৃহস্পতিবার সংসদে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ উপস্থাপন করা হয়েছে।
ই-কমার্স, ইন্টারনেট ও ডিজিটাল সেবার ক্ষেত্রে অত্যাবশ্যক পরিষেবাগুলোর পুরনো দুটি আইনকে একীভূত করে ইংরেজি থেকে বাংলায় লেখা হয়েছে বিলটি।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিলটি উত্থাপন করলে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংসদে বিলটি পাস হওয়ার পরে সরকার প্রয়োজনীয় যে কোনো পরিষেবাকে অপরিহার্য ঘোষণা করতে সক্ষম হবে।
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া আইনে অত্যাবশ্যক পরিষেবাগুলোকে প্রভাবিত করতে পারে এমন 'অবৈধ' ধর্মঘটকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
জনসাধারণের ক্ষতি করতে পারে এমন পরিষেবাগুলোকে প্রভাবিত করে এমন কোনো কারখানা বা অন্যান্য স্থাপনা 'অবৈধভাবে' ছাঁটাই করার অনুমতি ব্যবস্থাপনাকে দেওয়া হবে না।
অত্যাবশ্যক পরিষেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সংক্রান্ত কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ, রেলপথ, নৌ, সড়ক ও আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহন।
সরকার সর্বোচ্চ ছয় মাসের জন্য যেকোনো সেবার অপরিহার্য অবস্থা ঘোষণা করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, এই ঘোষণার পর ধর্মঘট বা বন্ধের ঘোষণা এবং চাকরিতে ছাঁটাইয়ের ঘোষণা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হবে।
বিলে আইন অমান্য করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
শ্রম আইনের সঙ্গে কোনো বৈপরীত্যের ক্ষেত্রে এই আইনটি প্রাধান্য পাবে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
ই-সিম চালু করল রবি
স্মার্ট সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে গ্রাহকদের জন্য ই-সিম চালু করল রবি। রবির ৪.৫জি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ই-সিম ব্যবহার করে রবির সকল প্রি-পেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন।
ই-সিম চালু করতে গ্রাহকদের রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুন: আদানি গ্রুপের সঙ্গে ঢাকার বিদ্যুৎ ক্রয় চুক্তি নজিরবিহীন বৈষম্যমূলক: টিআইবি
ই-সিম যেহেতু ভার্চুয়াল ধরনের তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবেনা। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা।
শুধু তাই নয়, ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ করতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে।
এছাড়া ই-সিম কাজ করে এমন হ্যান্ডসেট দিয়ে রবি গ্রাহকরা সর্বাধিক সুরক্ষিত এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
গ্রাহক পর্যায়ে ব্যবহারের পাশাপাশি মানুষ থেকে মেশিন এবং মেশিন থেকে মেশিনের মধ্যে সর্বোত্তম ডিজিটাল সংযোগ নিশ্চিত করার ভিত্তি স্থাপনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ই-সিম।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন
মিরপুর-কালশী ফ্লাইওভার রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজশাহীতে সমাবেশস্থলের ৫ কিলোমিটার জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ
রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলের ৫ কিলোমিটারের আশেপাশে পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্ণালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা আছে বলে জানান নেট ব্যবহারকারীরা।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষ হাওয়ার পর থেকেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে হাজারো নেতাকর্মীর ঢল
সমাবেশস্থলে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী মো. সজল জানান, প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছিল নগরীর মাদরাসা মাঠে। সেখানে ইন্টারনেট নেই। মূল সার্ভার থেকেই বন্ধ করে রাখা আছে। আমাদের কিছু করার নেই।
এদিকে, ইন্টারনেট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাংবাদিকরা।
রাজশাহী বিভাগীয় সমাবেশের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ সরকার আমাদের সব কাজেই বাঁধা দিচ্ছে। ইন্টারনেট বন্ধও একটি বাঁধা। আমাদের সমাবেশ যাতে বিপুল পরিমাণে প্রচার না পায় এজন্য তারা ভয়ে বন্ধ করে রেখেছে।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির সমাবেশের পূর্বে পরিবহন ধর্মঘটে ভোগান্তি
বিএনপির সমাবেশ, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ পরিবর্তন: কাদের
ভবিষ্যত বিনোদন হবে ইন্টারনেট প্রযুক্তি নির্ভর: আইসিটি প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,ভবিষ্যত বিনোদন হবে সম্পূর্ণ ইন্টারনেট প্রযুক্তি নির্ভর।
তিনি বলেন, নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম ডিজিটাল বাংলাদেশের ফসল। সংযুক্ত ও স্বয়ংক্রিয় প্লাটফর্মগুলো হবে বিনোদনের অন্যতম বাহন এবং এগলো বিনোদন খাতকে নিয়ে যাবে নতুন দিগন্তে।
সোমবার তেজগাঁওয়ে নিজস্ব ভবনে ‘কাজী মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান দীপ্ত টিভি’র ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভীষণ যদি না দিতেন এবং সজীব ওয়াজেদ জয় দূরদর্শী নেতৃত্ব দিয়ে তা বস্তবায়ন না করতেন; তাহলে আজ বাংলাদেশে ইন্টারনেট নির্ভর ওটিটি প্লাটফর্মের সুযোগ আমরা পেতাম না।
আরও পড়ুন: মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রী পলকের
প্রতিমন্ত্রী বলেন, আর এ ধরণের উদ্যোগ দেশের স্বনির্ভরতা অর্জনের স্বাক্ষর বহন করে। এতে ফেসবুক ও নেটফ্লিক্স এর মাধ্যমে যে বিপুল অংকের অর্থ দেশের বাইরে যাচ্ছে তা বাঁচবে। অপসংস্কৃতি থেকেও তরুণদের রক্ষা করা যাবে।
কাজী মিডিয়ার ‘দীপ্ত প্লে’ সব বয়সী দর্শকদের উপযোগী কন্টেন্ট তৈরি করে ওটিটি হিসেবে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবে বলেও আশাবাদ বচ্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন-বিকাশ এর প্রতিষ্ঠাতা কামাল কাদির, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আহমেদ চৌধুরী, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী এবং জনাব মাজহার চৌধুরী , প্রধান নির্বাহী মিডিয়াকম লিমিটেড এবং এশিয়াটিক মাইনডশেয়ার অজয় কুমার কুণ্ডু।
উল্লেখ্য, গুগল প্লে থেকে DeeptoPlay অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। একই সঙ্গে www.deeptoplay.com ভিজিট করেও ‘দীপ্ত প্লে'র সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। দেশে ও দেশের বাইরে থাকা সব বয়সী দর্শক খুব সহজেই যুক্ত হতে পারবেন ‘দীপ্ত প্লে'র সঙ্গে। উপভোগ করতে পারবেন দেশি বিনোদন।
প্রসঙ্গত, দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক এবং ডাবিং সিরিয়ালগুলো দর্শক এই প্ল্যাটফর্মে দেখতে পাবেন যখন- তখন, ইচ্ছেমতন সময়ে। অ্যানিমেশন ফিল্ম, ডকুমেন্টারিসহ নানা ধরনের টিভি শো। প্রায় ১০০০ এর ওপর কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করা দীপ্ত প্লেতে দর্শকের সময় ফুরিয়ে যাবে, কিন্তু কন্টেন্ট ফুরাবে না; এখানে প্রতিদিনই যুক্ত হতে থাকবে নতুন নতুন কন্টেন্ট। মাসিক ও বাৎসরিক সাবক্রিপশনের মাধ্যমে অনুষ্ঠানগুলো টিভি'র আগেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।
আরও পড়ুন: সাইবার যুদ্ধে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রী পলকের
প্রতিবন্ধী ও চাকরিদাতাদের সেতুবন্ধনে কাজ করবে ‘ইমপোরিয়া’: প্রতিমন্ত্রী পলক
ফরিদপুরে বিএনপির সমাবেশ: মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর আগে শনিবার সকাল ১০টা থেকে জেলায় মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।
মোবাইল ফোন ব্যবহারকারীরা জানান, সকাল থেকে তারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশের প্রেস উপ-কমিটির আহ্বায়ক এবি সিদ্দিক মিঠু বলেন, সরকার সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের অপচেষ্টা সফল হবে না।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাস ধর্মঘটের মধ্য দিয়ে ফরিদপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও অনুসারী দলটির সমাবেশে যোগ দিয়েছে।
ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশটি সকাল ১১টায় জেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৫ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আ.লীগকে জবাব দিতে প্রস্তুত বিএনপি
দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী: আইসিটি প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর এডভ্যান্স রিসোর্স ইন আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্স অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ২০১০ সালে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি- মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন, তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ। ডিজিটাল সেন্টার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্ত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩ টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের বেশি তরুণ তরুণী উদ্যোক্ত হিসেবে কাজ করছে।
আরও পড়ুন: দেশের প্রথম ক্যাশ-লেস ক্যাম্পাস হবে হাজী দানেশ: পলক
পলক বলেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে। প্রতিমাসে ১ কোটি মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে। সাড়ে ৬লাখ ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে।
প্রতিমন্ত্রী মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন নাটোর ছাত্র কল্যাণ সমিতিকে প্রকৃতপক্ষে ছাত্রদের কল্যাণে জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করার হবে।পরে তিনি নাটোর জেলার ৭ উপজেলার ৭ জন কৃতিশিক্ষার্থীর মাঝে বিশ্বজের হাতিয়ার ল্যাপটপ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।ঢাকা বিশ্ববিদ্যালয়, নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাব্বির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস, মুক্তি,ঢাকা বিশ্ববিশ্বদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু সহ অন্যান্য অতিথিরা।
আরও পড়ুন: যে দেশ দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে না তারা পিছিয়ে পড়বে: পলক
বাংলাদেশে অফশোর ক্যাম্পাস স্থাপনের আহ্বান পলকের
শরীয়তপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রকাশ
সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে জন্মদিনের অনুষ্ঠানে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছে অভিযুক্তরা।
এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার মামলা করলেও আসামিদের হুমকির কারণে বিচার পাওয়া নিয়ে শঙ্কিত তারা।
ভুক্তভোগী জানায়, অভিযুক্তরা তার সহপাঠী। তারা তাকে জন্মদিনের পার্টিতে ধর্ষণ করে এবং ঘটনাটি রেকর্ড করে।
ভুক্তভোগী আরও জানায়, ‘ওরা আমাকে সেই ভিডিও দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেছিল। আমি তাদের দাবি মেনে না নেয়ায় তারা ভিডিওটি অনলাইনে আপলোড করেছে।
আসামিরা হলেন- মহিষার ইউনিয়নের দাসপাড়া গ্রামের অসীম দাসের ছেলে অর্পন দাস (১৯) ও কোমল দাসের ছেলে দুর্জয় দাস (১৯) ও দক্ষিণ মহিষার গ্রামের মোক্তার সরদারের ছেলে মুবদি সরকার (১৮)।
আরও পড়ুন: নানিকে ঘুমের ওষধ খাইয়ে নাতনিকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
তারা সবাই সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, কয়েক মাস আগে দুর্জয় ও মুবদি ভুক্তভোগীকে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে অর্পনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে এবং ভিডিও রেকর্ড করে। ভিডিওটি ব্যবহার করে ভুক্তভোগীকে নির্যাতনের পরিকল্পনায় সফল হতে না পেরে তারা ভিডিওটি অনলাইনে শেয়ার করে।
ভুক্তভোগী ওই তিনজনের বিরুদ্ধে ৫ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ সদস্যরা এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকার প্রভাবশালী হওয়ায় অভিযুক্তদের পরিবারের কাছ থেকে হুমকি আসছে বলে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে।
ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রাজীব সূত্রধর জানান, ধর্ষণ ও ভিডিওটি ভাইরাল করার অভিযোগে ভিকটিমের পরিবার মামলা করেছে।তদন্ত চলছে এবং দোষীদের ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ‘আয়না পড়ার’ নামে কিশোরী ধর্ষণ, চট্টগ্রামে কবিরাজের যাবজ্জীবন
প্রস্তাবিত বাজেটের কয়েকটি কর প্রস্তাব পুনর্বিবেচনা করা দরকার: ড. আতিউর
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ার ড. আতিউর রহমান বলেছেন, সামগ্রিক বাজেটের উন্নতিতে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কয়েকটি কর প্রস্তাব পুনর্বিবেচনা করা দরকার।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেট পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন ড. আতিউর।
সব কোম্পানির সুদের আয়ের ওপর উৎস কর বৃদ্ধি সংক্রান্ত ট্যাক্স প্রস্তাব; মোবাইল ফোন, ল্যাপটপ ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার ওপর কর বৃদ্ধি এবং পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: বাজেটে নিম্ন-মধ্যম আয়ের জনগণের জন্য কোনো সুখবর নেই: সিপিডি
ড. আতিউর বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যের জন্য আরও বরাদ্দ নিশ্চিত করা যেতে পারে।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য একটি সতর্ক বাজেট প্রস্তাব করা হয়েছে যেখানে আমদানি হ্রাসের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে বরাদ্দের চাহিদা উভয়ই বিবেচনা করা হয়েছে। জনগণের আর্থ-সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ও প্রবৃদ্ধির গতি বজায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন- উন্নয়ন সমন্বয়ের প্রধান অর্থনীতিবিদ রবার্ট শুভ্র গুডা, নীতি বিশ্লেষক জিনিয়া শারমিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন ও সমাজবিজ্ঞানী খন্দকার সাখাওয়াত আলী।
রবার্ট শুভ্র গুডা বলেন, অধিকাংশ নাগরিক স্বাস্থ্যসেবার জন্য প্রচুর ব্যয় করেন যেটার প্রায় দুই-তৃতীয়াংশ ওষুধ ক্রয়ে ব্যয় হয়।
তিনি বলেন, স্বাস্থ্য বাজেটের চিকিৎসা ও সার্জিকাল সরঞ্জাম উপখাতের জন্য অতিরিক্ত ১২’শ কোটি টাকারও বেশি বরাদ্দ করলে এ সমস্যা সমাধান করা যেতে পারে।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট লুটেরা বান্ধব: মির্জা ফখরুল
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় নিশ্চিত করেছেন, প্রয়োজনে জ্বালানি ও সারে ভর্তুকি বরাদ্দ আরও বাড়ানো হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত বলে মনে করেন জিনিয়া শারমিন।
জামাল উদ্দিন কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং এনবিআরের কর আদায়ের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, এই মুহূর্তে উপজেলা পর্যায় থেকে কার্যকরভাবে কর আদায়ের প্রস্তুতি এনবিআরের নেই।
সমাপনী বক্তব্যে খন্দকার সাখাওয়াত আলী অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে বাজেট দিতে পারার জন্য সরকারের প্রশংসা করেন।
তিনি নীতিনির্ধারকদের বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের বাজেট পর্যালোচনা থেকে আসা সুপারিশগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান।
আরও পড়ুন: বাজেট অর্থনীতিকে শক্তিশালী করবে: অর্থমন্ত্রী
২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে: পলক
২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ স্টেশন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ফাইবার অপটিকালের আওতায় এনেছি। সারাদেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে অপটিকাল ফাইবার ক্যাবলের আওতায় আনা হবে। আমরা ২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনব। এ সময়ের মধ্যে তথ্য প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ই-কমার্স খাতে ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা করবে সিঙ্গাপুর: পলক
প্রতিমন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পাশ করে তরুণ তরুণীরা এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে এক হাজার ছেলে মেয়ের দক্ষতা নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ২ একর জমির ওপর ৮৫ কোটি টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।
তিনি বলেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণরা চাকরি করবে না চাকরির ক্ষেত্রে তৈরি করবে। তরুণদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল হতে পারে এর জন্য প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইন্ড শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতে আমাদের মেধাবী তরুণরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি রোবটিক্স, আইওটি, সাইবার সিকিউরিটি টুলস তৈরি করে বিদেশে রপ্তানি করবে।
এসময় বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে: পলক
প্রেস ফ্রিডম ইনডেক্সে ১০ ধাপ পেছাল বাংলাদেশ
এবছর বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২।
মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বিশ্ব প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে এই সূচক প্রকাশ করেছে ৷ গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ ও তথ্যের প্রচারে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে ইন্টারনেট।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিডিয়ার চিত্র
দুটি নেতৃস্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার রেডিও সরকারি প্রচার মাধ্যম হিসেবে কাজ করে।
আরও পড়ুন: ‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
আরএসএফ জানিয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান বেসরকারি খাতের মিডিয়ার মধ্যে তিন হাজার প্রিন্ট মিডিয়া আউটলেট, ৩০ টি রেডিও স্টেশন, ৩০টি টিভি চ্যানেল এবং কয়েকশো নিউজ ওয়েবসাইট রয়েছে।
দুটি জনপ্রিয় চ্যানেল হলো সময় টিভি ও একাত্তর টিভি।
এতে বলা হয়েছে দুটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার একটি নির্দিষ্ট সম্পাদকীয় স্বাধীনতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।
গ্লোবাল মিডিয়া ওয়াচডগের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৪২ থেকে নেমে ১৫০ এ পৌঁছেছে।
এ বছর নরওয়ে (প্রথম) ডেনমার্ক (২য়), সুইডেন (৩য়) এস্তোনিয়া (৪র্থ) এবং ফিনল্যান্ড (৫ম) শীর্ষস্থান দখল করেছে।
আরও পড়ুন: গণমাধ্যমকর্মী আইন পরিমার্জনে টিআইবির বিবৃতি সহায়ক নয়, বরং অন্তরায়: তথ্যমন্ত্রী