সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার জেলায় ৫ হাজার ৫১৪ হেক্টর জমিতে গমের চাষাবাদ করেছেন কৃষকরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১৬ হাজার ৫৩০ মেট্রিক টন।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে এই গম চাষাবাদ করেছেন কৃষকরা। তবে যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এই গম চাষাবাদ বেশি হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই গম কাটা ও মাড়াই শুরু হয়েছে।
স্থানীয় কৃষকরা বলছেন, সার ও শ্রমিক মজুরির দাম সেসময় কিছুটা কম থাকায় এই চাষাবাদ এবার অনেকটা বেশি হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের গম চাষী ফরজ আলী, আকরাম হোসেন, আজগর শেখসহ অনেকেই জানান, এবার বিঘা প্রতি ১০ থেকে সাড়ে ১০ মণ গম উৎপাদন হয়েছে। স্থানীয় হাট বাজারে প্রতিমণ গম গড়ে ১১০০ টাকা থেকে সাড়ে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল হক বলেন, জেলার চরাঞ্চলসহ সবকটি উপজেলায় গত বছরের চেয়ে এবার গম চাষাবাদ বেশি হয়েছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা এ লাভজনক চাষাবাদে ঝুকে পড়ে।
‘আবহাওয়া অনূকুলে থাকায় এবার গমের বাম্পার ফলন হয়েছে,’ যোগ করেন তিনি।