তুরস্কে প্রশিক্ষণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: আগের শর্তে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া
মন্ত্রণালয় বলেছে, এসএফ-২৬০ডি প্রশিক্ষণ বিমানটি কায়সেরি শহরের কাছে বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর মধ্য তুরস্কের একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মাঠের ফসলের মধ্যে পড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
আরও পড়ুন: টার্বুলেন্সের কবলে কাতার এয়ারওয়েজের বিমান, আহত ১২