দোহা থেকে ডাবলিন যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ টার্বুলেন্সের কবলে পড়ে ১২ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ মে) এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার আগে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর লাশ উদ্ধার
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানটি অবতরণের পর বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টসহ জরুরি পরিষেবাগুলো ৬ জন যাত্রী এবং ৬ জন ক্রুকে আহতাবস্থায় উদ্ধার করে। তুরস্কের আকাশে থাকা অবস্থায় বিমানটি টার্বুলেন্সের শিকার হয়।’
আহতদের অবস্থা সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
লন্ডন থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট তীব্র টার্বুলেন্সের কবলে পড়লে এক ব্রিটিশ নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং কয়েক ডজন লোক আহত হয়। এর ৫ দিন পর আবারও একই ঘটনা ঘটল।