মঙ্গলবার তার তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হয়। ফলাফল পজেটিভ আসলেও তিনি ‘সুস্থ আছেন’ বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়ে, ‘প্রেসিডেন্ট জেইর বোলসোনারো সুস্থ আছেন এবং সাথে প্রেসিডেন্টের মেডিকেল দলও আছে। জুলাই ২১ তারিখে প্রেসিডেন্টের করোনা পরীক্ষাটি পজেটিভ এসেছে।’
এর আগে ৭ জুলাই, বোলসোনারোর জ্বর ও অসুস্থতা দেখা দিলে পরীক্ষার পর তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে এবং এরপর থেকে কোনো অনুষ্ঠানে অংশ না নিয়ে তিনি বাসভবন থেকেই কাজ করে যাচ্ছেন।
গত সপ্তাহে করোনা পরীক্ষায়ও তার পজেটিভ ফল আসে।
বুধবার ব্রাজিলে এক দিনে রেকর্ড ৬৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ২৭ হাজার ৫১৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের এক দিনের রেকর্ডটি ছিল ১৬ জুন। এ দিন ৪৫ হাজার ২৪১ জন শনাক্ত হয়েছিল।
২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৮৪ জন মারা যাওয়ায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭১ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, করোনা উপসর্গে আরও ৩ হাজার ৭৯৫ জন মারা যাওয়ার ঘটনার সত্যতা যাচাই করা হয়নি।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
ব্রাজিলের সর্বাধিক জনবহুল দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যটি জাতীয় প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল।