হোয়াইট হাউসের কূটনীতিক কক্ষ থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আল-বাগদাদি নিহত হয়েছেন।’
তিনি বলেন, তবে এ অভিযানে কোনোন মার্কিন সদস্য নিহত হননি।
আল-বাগদাদি আইএসের বিশ্ব জুড়ে চালানো জিহাদের নেতৃত্ব দিয়েছেন ও বহু বছর ধরেই আল-বাগদাদিকে খোঁজা হচ্ছিল।
সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরে ওয়াশিংটনে সমালোচনা চলাকালে ট্রাম্প এ ঘোষণা দেন। আশা করা হচ্ছে, এই অভিযানের ফলে জঙ্গি গোষ্ঠীটির কাছে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বিস্তৃত অঞ্চল তারা পুনরায় দখল নিতে পারবেন।
একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, ‘আমার জানা মতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর ৪৮ ঘণ্টা আগে সিরিয়ার ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদি।’
তুরস্কের ওই কর্মকর্তা রবিবার একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তুর্কি সামরিক বাহিনী এই অভিযানের বিষয়ে আগে থেকেই জানতো ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে ‘ঘনিষ্ঠ সমন্বয়’ হয়েছিল।
এর আগে এক টুইট বার্তায় তুরস্কের সেনাবাহিনী জানিয়েছিল, এ অভিযানের আগে মার্কিন সেনা কর্তৃপক্ষের সঙ্গে তারা ‘তথ্য বিনিময় ও সমন্বয়’ করেছিলেন।
তুরস্কের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে ইদলিব শহরের উত্তরে বারিশা অঞ্চলে হেলিকপ্টার হামলা চালায় মার্কিন বাহিনী।
ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল-বাগদাদির মাথার বিনিময়ে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কারের ঘোষণা দেয়া হয়েছিল।
বাগদাদি সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষিপ্ত অডিও রেকর্ডিং প্রকাশ করা ছাড়া জনসমক্ষে কম আসতেন। গত মাসে এক অডিও বার্তায় বিভিন্ন কারাগারে বন্দি আইএস সদস্য ও নারীদেরকে মুক্ত করার জন্য উগ্রপন্থী আইএস গোষ্ঠীর সদস্যদের সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়েছিলেন তিনি।