এদিকে, পার্লামেন্ট স্থগিত রাখা নিয়ে মুহিউদ্দিনের পরিকল্পনা দেশজুড়ে সমালোচনা তৈরি হয়েছে। ক্ষমতায় থাকার জন্য একে অগণতান্ত্রিক পদক্ষেপ বলেও তীব্র সমালোচনা করা হচ্ছে।
রাজ প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মহামারির কারণে মালয়েশিয়ায় বা দেশটির কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন আছে বলে মনে করছেন না রাজা আবদুল্লাহ সুলতান।
এ আদেশ জারির কয়েক ঘণ্টা পরে মুহিউদ্দিন বলেন, রাজার সিদ্ধান্তের ব্যাপারে অবগত আছে মন্ত্রিসভা এবং এ আদেশ নিয়ে আরও আলোচনা হবে।
অধ্যাদেশ অনুযায়ী, দেশ পরিচালনায় মালয়েশিয়ার রাজা প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং তা আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।
দেশটিতে সংস্কারবাদী জোট গঠন নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর গত মার্চে মালয়েশিয়ার ক্ষমতায় আসেন মুহিউদ্দিন। তবে, সংসদে মাত্র দুটি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই নড়বড়ে অবস্থানে আছে।