মেলার লক্ষ্য হচ্ছে দেশে করদাতাদের সংখ্যা বাড়ানো এবং তাদের উন্নত সেবা প্রদানের ব্যবস্থা করা।
সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকায় মেলা হচ্ছে অফিসার্স ক্লাবে।
বিভাগীয় সদরগুলোতে মেলা হবে সাত দিন। সেই সাথে ৫৬ জেলায় চার দিন, ৩২ উপজেলায় দুই দিন এবং ৭০ উপজেলায় এক দিন করে মেলার আয়োজন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ব্যক্তি খাতের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
গত দুই বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।
এনবিআর জানায়, মেট্রোরেলের নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট এড়াতে মেলা আগারগাঁও থেকে সরিয়ে অফিসার্স ক্লাবে নেয়া হয়েছে।
১২ নভেম্বর জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘদিন ধরে করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করবে এনবিআর। সেই সাথে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেয়া হবে।
মেলায় নতুন অন্তর্ভুক্ত করা হচ্ছে্ অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে কর প্রশিক্ষণ।
মেলায় নতুন করদাতারা ই-টিন (ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর) সংগ্রহ করতে পারবেন, এছাড়া অন্যান্য করদাতারা পুনরায় নিবন্ধনের মাধ্যমে ই-টিন সংগ্রহ করতে পারবেন।
ই-পেমেন্ট এবং মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক করদাতাদের জন্য মেলায় পৃথক বুথ স্থাপন করা হবে।
করদাতারা মেলায় ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন এবং অন্যান্য ট্যাক্স-সংক্রান্ত কাজ করতে পারবেন।