মঙ্গলবার সমঝোতা স্মারকে বিজেএমসি’র পক্ষে সংস্থাটির উপসচিব একেএম তারেক এবং ফুটামুরা কেমিক্যাল লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক গ্রিমি কোউলহার্ড স্বাক্ষর করেন।
বিজেএমসি’র বৈজ্ঞানিক উপদেষ্টা ও বাংলাদেশ পরমাণ শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজ্ঞানী ড. মুবারক আহম্মেদ খান পাটের সেলুলোজ থেকে সোনালি ব্যাগের উদ্ভাবন করেন। এটি পচনশীল ও পরিবেশ বান্ধব পলিব্যাগ।
পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ তৈরির প্রকল্প উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১২ মে। উদ্ভাবিত সোনালি ব্যাগ পাইলট প্রকল্প পর্যায়ে উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান বিজেএমসি। রাজধানী ডেমরায় অবস্থিত লতিফ বাওয়ানী পাটকলে সোনালি ব্যাগ তৈরির প্রাথমিক পাইলট প্লান্ট (পিপিপি) স্থাপন করা হয়েছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান ও উদ্ভাবক মুবারক আহাম্মেদ খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।