প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উৎসবমুখর পরিবেশে জনগণের অংশগ্রহণে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) কোনো প্রচেষ্টার ঘাটতি করবে না।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন।
৬৪টি জেলা এবং ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা জানতে চান সিইসি।
আরও পড়ুন: বিশ্বাসযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি কতটা সফল হয়েছে, কোনো ঘাটতি আছে কি না তা আমি জানতে চাই।’
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে ৬৪ টি জেলা এবং ১০ টি আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্রের প্রস্তুতি ইত্যাদি বিষয়ে নির্দেশনা ও প্রশ্ন নিয়ে এটি একটি প্রাথমিক বৈঠক হয়েছে।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারে ফেরার উপায় নেই, ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী
অশোক কুমার বলেন, বৈঠকে তফসিল ঘোষণা নিয়ে কোনও আলোচনা হয়নি, বরং এতে বিভিন্ন অঞ্চলের প্রাসঙ্গিক বিষয়গুলো এবং নির্বাচনের সময় তারা যে সম্ভাব্য সমস্যার মুখোমুখি হতে পারেন, তা নিয়ে আলোচনা হয়।
তিনি আরও বলেন, মাঠের পরিবেশ এখনো ভালো এবং ইসি কর্মকর্তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন।
ইসি সচিব বলেন, ‘আমাদের ডিসি,এসপিদের প্রশিক্ষণ আছে। সেসময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’