চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনদিনের এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিট ২৯ জুলাই এবং ঢাকা দক্ষিণ সিটি ইউনিট ৩০ জুলাই বিক্ষোভ করবে। এসময় অন্য সকল মেট্রোপলিটন শহরে এই কর্মসূচি পালন হবে।
এছাড়া বিএনপির সকল জেলা ইউনিট ৩১ জুলাই একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের জন্য পদত্যাগ করলে আপনাদের সঙ্গে চা খাব: প্রধানমন্ত্রীকে ফখরুল
সোমবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সরকারের ব্যর্থতা স্বীকার করার আহ্বান জানানো হয়।
ফখরুল বলেন, শহরাঞ্চলে দুই থেকে তিন ঘণ্টা এবং গ্রামাঞ্চলে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হওয়া নিয়ে তাদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে আরও বলা হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে সঙ্কট আরও বেড়েছে। ‘শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা লুণ্ঠনের জন্য সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, সাম্প্রতিক বিদ্যুৎ সঙ্কট শিল্প ও কৃষি খাতে প্রভাব ফেলার মাধ্যমে দেশের অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ফখরুল আরও জানান, শিগগিরই তারা একটি প্রেস কনফারেন্সে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হওয়া দুর্নীতি, অসঙ্গতি ও অব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলনে ঐক্যমতে বিএনপি-জাসদ
নির্বাচনকালীন সরকারের দাবি মেনে নিন নতুবা ক্ষমতা হারাবেন: আওয়ামী লীগের প্রতি ফখরুল