বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) সরকারকে ক্ষমতাচ্যুত করতে একযোগে আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছে।
রবিবার জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রবের রাজধানীর উত্তরার বাসায় দল দুটির মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব।
বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।’
তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন চালানোর পাশাপাশি তারা দেশ ও এর শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।
ফখরুল বলেন, ‘আমরা মনে করি আন্দোলনের মাধ্যমে ঐক্য গড়ে উঠবে। আন্দোলন নিজেই তার গতিপথ এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।’
রব বলেন, তাদের আন্দোলনের লক্ষ্য একই সঙ্গে ‘স্বৈরাচারী সরকারকে উৎখাত করা এবং এর নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অপসারণ করা।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ও দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আমরা জনগণের সঙ্গে একত্রে মাঠে থাকব, যারা আমাদের গন্তব্য নির্ধারণ করবে। মাঠে আন্দোলনের কৌশল তৈরি করা হবে।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের জন্য পদত্যাগ করলে আপনাদের সঙ্গে চা খাব: প্রধানমন্ত্রীকে ফখরুল