বিক্ষোভের ফলে ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মধ্যস্থতায় এই অবরোধ প্রত্যাহার করা হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূঁইয়া জানান, বুধবার সকাল ৮টা থেকে স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়ং ওয়ান্স গার্মেন্টস শ্রমিকরা নগরের লক্ষ্মীপুরা এলাকায় গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। বেশ কিছুদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়ে আসলেও তা পরিশোধ করেনি, এমন অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখায়, তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বার বার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ।
পরে, দুপুরে সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর পুলিশ কর্মকর্তা, কারখানা মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক হয়। বৈঠকের পর নগর মেয়র তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন। এর প্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।