৩০ ডিসেম্বর, ২০২৪, মহা সমারোহে শুরু হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর ১১তম আসর। এই টি২০ টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে, যাতে দর্শকরা সরাসরি খেলা উপভোগ করতে পারেন। টিকিটগুলি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে পাওয়া যাবে।এবার চলুন, বিপিএল ক্রিকেট ম্যাচের টিকিট ক্রয়ের পদ্ধতি সম্পর্কে জানিয়ে নেয়া যাক।
অনলাইনে বিপিএল ২০২৫-এর টিকিট কাটার পদ্ধতি
.
নিবন্ধন
প্রথম পদক্ষেপ হচ্ছে সরাসরি www.gobcbticket.com.bd সাইটে যেয়ে নিবন্ধন করা। হোমপেজের উপরে একদম ডানপাশে ‘রেজিস্টার’-এ ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে নাম, ইমেইল ঠিকানা, মোবাইল ফোন নাম্বার, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নাম্বার এবং বর্তমান ঠিকানা সরবরাহ করতে হবে।
উল্লেখ্য যে, জন্ম তারিখ অবশ্যই এনআইডি বা পাসপোর্টের সঙ্গে মিল থাকতে হবে।
নিচের টার্মস অ্যান্ড কন্ডিশন ও প্রাইভেসি পলিসি স্বীকার করে টিক মার্ক দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর প্রদান করা ইমেইল ঠিকানা বা ফোন নম্বরে একটি ৬ অংকের ওটিপি পাঠানো হবে। এটি প্রদান করার মাধ্যমে ইমেইল বা ফোন নম্বরটি ভেরিফাই করতে হবে। যাচাই সফলভাবে সম্পন্ন হলে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করার মাধ্যমে নিবন্ধন পদ্ধতি সম্পূর্ণ হবে।
আরো পড়ুন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফিফটিতে জ্বলে উঠলেন ইয়াসির-এনামুল
লগইন
এবার পূর্বে উল্লেখিত ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করলে আসন্ন ম্যাচের শিডিউল এবং টিকিট মূল্য সমন্বিত একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে।
আসন নির্দিষ্টকরণ
কাঙ্ক্ষিত ইভেন্টের টিকিট কিনতে 'বাই টিকিট নাউ'তে গেলে টিকিট বুকিংয়ের বিস্তারিত সংক্রান্ত একটি স্ক্রিন প্রদর্শিত হবে। এখানে গ্যালারি, ব্লক, লেভেল এবং টিকিটের সংখ্যা বাছাই করতে হবে। উল্লেখ্য যে, এই পদ্ধতিতে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করা যাবে। বাছাই কার্য সম্পন্ন হলে নিচে ভ্যাটসহ টিকিট বাবদ মোট খরচ দেখানো হবে।
টিকিটের মূল্য পরিশোধ
অতঃপর, ‘কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট’-এ প্রেস করলে একটি পপ-আপ বার্তার মাধ্যমে ১০মিনিটের মধ্যে মূল্য পরিশোধের তাগিদ দেওয়া হবে। এখানে ‘কন্টিনিউ’ দিলে সরাসরি ‘ইপে’-এর ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। সেখানে অনলাইন পরিশোধের মাধ্যম হিসেবে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মোবাইল গেটওয়ে, অনলাইন ব্যাংকিং ও কার্ড ব্যবস্থা। এগুলোর যেকোনো একটি বাছাই করে, একদম নিচে ‘পে নাউ’-এ প্রেস করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করলেই টিকিট বুকিং হয়ে যাবে।
এর ফলে ‘গো বিসিবি টিকিট’ সাইটে ইউজার ড্যাশবোর্ডে বুকিং ডিটেইলস-এ টিকিট স্ট্যাটাস-এ ‘পেইড’ দেখাবে।
আরো পড়ুন: জয় দিয়ে বিপিএল শুরু করল ফরচুন বরিশাল
ই-টিকিট ডাউনলোড
‘ভিউ ডিটেইলস’-এ গেলে টিকিট ডিটেইলসের পেজটি প্রদর্শিত হবে। এখানে ‘মার্ক ইওর ক্যালেন্ডার’ চিহ্নিত বক্সে কার্সার নিয়ে গেলে ছোট দুটো বক্সে নাম ও মোবাইল নম্বর চাওয়া হবে। তথ্যগুলো প্রদান করে সাবমিট দেওয়ার পরে ওপরে ‘রিকোয়েস্ট টিকিট’-এ প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে আসা পপ-আপ বার্তায় ‘কনফার্ম রিকোয়েস্ট’ দিলেই চলে আসবে কাঙ্ক্ষিত ই-টিকিট। এই সফট কপিটি ডাউনলোডের পর প্রিন্ট করে নেওয়া যাবে।
এছাড়াও, ‘বুক টিকিটস অন দ্য গো’ নামের অ্যাপটি ডাউনলোড করেও টিকিট কেনা যাবে। অ্যাপটির আইওএস ও অ্যান্ড্রয়েড দুটো ভার্সনই এই ‘গো বিসিবি টিকিট’ সাইটে পাওয়া যাবে।
কোন ব্যাংক থেকে বিপিএলের টিকিট কেনা যাবে
অনলাইনের পাশাপাশি অফলাইনেও থাকছে টিকিট সংগ্রহের ব্যবস্থা। কাগুজে টিকিট সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের ৭টি শাখায়।
এগুলো হলো:
· মিরপুর ১১-এর মিরপুর শাখা
· ঢাকা চেম্বার ভবনে অবস্থিত মতিঝিল শাখা
· জসিম উদ্দিন রোডের উত্তরা শাখা
· গুলশান ১ এবং ২-এর মধ্যবর্তী গুলশান শাখা
· ধানমন্ডি পুরাতন ২৭ নম্বর রোডের ধানমন্ডি শাখা
· কামরাঙ্গীর চর শাখা
· পল্টন স্কাউট ভবনের ভিআইপি রোড শাখা
আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
বিপিএল ২০২৫-এর টিকিট মূল্য
· আসনের ক্যাটাগরির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম। ভিন্ন ভিন্ন মূল্যে আসন বিন্যাস নিম্নরূপ:
· গ্র্যান্ড স্ট্যান্ডের উপরের ও নিচের উভয় স্তরের জন্য ২ হাজার টাকা
· ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ বা মিডিয়া ব্লক ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ বা কর্পোরেট ব্লকের জন্য ১ হাজার টাকা
· ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক)-এ আসনের জন্য ৮০০ টাকা
· জিরো ওয়েস্ট জোন-এর প্রায় ৩০০টি আসনের প্রতিটির টিকিট ৬০০ টাকা
· ক্লাব হাউস উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড) ও দক্ষিণ (শহীদ মুস্তাক স্ট্যান্ড)-এর জন্য ৫০০ টাকা
· সাউদার্ন ও নর্দার্ন গ্যালারির জন্য ৩০০ টাকা
· ইস্টার্ন গ্যালারিতে ২০০ টাকা
শেষাংশ
‘গো বিসিবি টিকিট’ ওয়েবসাইট এবং মধুমতি ব্যাংকের ৭টি শাখা বিপিএলের ১১তম আসরের টিকিট ক্রয়কে আরও সহজতর করেছে। অনলাইন টিকিট বুকিং প্রক্রিয়াটি উপরোক্ত ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও সম্পন্ন করা যাবে। সর্বমোট ১১ ধরণের আসনে বিপরীতে এবারের টিকিট মূল্য বণ্টন সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা।