তিনি বলেন, ‘পূর্ব প্রস্তুতি না নেয়ার কারণেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০ জন মারা গেছেন, সেটা কিন্তু কম নয়। আগাম প্রস্তুতি নিতে হবে। তাহলেই ডেঙ্গু এত ভয়ানক হবে না।’
রবিবার মৌলভীবাজার পৌরসভা সম্মেলন কক্ষে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আগে থেকে সতর্ক থাকলে এ পরিস্থিতির সৃষ্টি হত না জানিয়ে মন্ত্রী বলেন, মৌলভীবাজারের অবস্থা দেশের তুলনায় ভালো আছে। সারা দেশেও ডেঙ্গু মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে।
শুধু পৌরসভা নয়, ইউনিয়ন পর্যায়েও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ দেন শাহাব উদ্দিন।
পরিবেশ বিপর্যয় নিয়ে মন্ত্রী বলেন, টিলা কেটে ধ্বংস করা হচ্ছে। টিলা কাটতে গিয়ে চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। তারপরও কাটা হচ্ছে।
পলিথিন পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মাটি ও বায়ু নষ্ট করে দিচ্ছে উল্লেখ করে তিনি শপিংয়ে পলিথিন ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।
পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নেছার আহমদ ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।