এ বছরই দেশের সব হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এরই মধ্যে ৫০টি সরকারি হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়েছে। এই বছরের মধ্যেই দেশের সবগুলো জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা কার্যক্রম চালু হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতালে সিমেুলেশন ল্যাব ও ই-লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, এতে করে স্বাস্থ্যসেবা মানুষের একবারেই দোড়গোড়ায় পৌঁছে যাবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতালে এই বছরেই ১০টি কিডনি ডায়ালোসিস বেড স্থাপন করা হবে। এতে মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ছুটোছুটি করতে হবে না।
তিনি বলেন, চিকিৎসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করার লক্ষে মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি চালু করা হয়েছে। সিমুলেশন ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটাল মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে ৮০% সিজার, মেনে নেওয়া যায় না: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, এই পদ্ধতিতে মেডিকেলের শিক্ষার্থীরা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে অপ্রতুল মৃতদেহের সরবরাহ ও ব্যবহার কমে আসবে।
পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব ও ই-লাইব্রেরি চালু করা হবে বলেও যুক্ত করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সিমুলেশন ল্যাব এবং ৩৭টি মেডিকেল কলেজে ই-লাইব্রেরি চালু হওয়ার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবায় আরও একটি দিক উন্মোচিত হলো এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার মো. টিটু মিয়া, অতিরিক্ত সচিব মোঃ নুরুন্নবী, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতোলের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ , পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৩০টি সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজ প্রতিষ্ঠানে প্রাইভেটে রোগী দেখতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী