স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৩০ মার্চ থেকে অফিস সময়ের পর ১০টি জেলা সরকারি হাসপাতাল ও ২০টি উপজেলা হাসপাতালের চিকিৎসকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে রোগীদের দেখতে পারবেন।
তিনি বলেন, ‘একটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ১০টি জেলা হাসপাতাল এবং ২০টি উপজেলা পর্যায়ের হাসপাতালে এটি চালু করা হবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চালানোর অনুমতি দেয়া হবে।’
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পর্যায়ক্রমে সব সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে বলেও জানান মন্ত্রী।
তবে সরকার প্রকল্পের আওতায় সিনিয়র অধ্যাপকদের সম্মানী হিসেবে ৫০০ টাকা, সহকারী অধ্যাপক ও সিনিয়র পরামর্শকদের জন্য ৪০০ টাকা, সহকারী অধ্যাপক ও জুনিয়র পরামর্শকদের জন্য ৩০০ টাকা এবং এমবিবিএস ও বিডিএ থাকা চিকিৎসকদের জন্য ২০০ টাকা নির্ধারণ করেছে।
আরও পড়ুন: প্রতি জেলায় মা ও শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিনামূল্যে ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা পাবে ১৫ লাখ পরিবার: স্বাস্থ্যমন্ত্রী
ওষুধ আইন নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী