শুক্রবার প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিটগুলো চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের কাছে হস্তান্তর করা হয়।
কোভিড-১৯ শনাক্তের রিয়েল-টাইম ফ্লুরোসেন্ট পিসিআর কিটগুলো মাল্টিপল রিয়েল পিসিআর কিট হিসেবে পরিচিত।
এনএমপিএ অনুমোদিত এবং বেইজিং অ্যাপ্লাইড বায়োলজিক্যাল টেকনোলজিস কোম্পানি লিমিটেডের তৈরি এ কিটগুলো সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে পাঠানো হবে।
বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনের কাছ থেকে সাহায্য বাড়ানোর আবেদন করেন।
এ প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য ১৫ সদস্যের একটি মেডিকেল টিম শিগগিরই বাংলাদেশে আসবে।
করোনাভাইরাস প্রতিরোধের এ লড়াইয়ে বাংলাদেশ জয়ী হবে বলেও তার আস্থার কথা জানান তিনি।