চীনা প্রতিষ্ঠান
দুবাইয়ে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালাল চীনা প্রতিষ্ঠান
চীনা এক প্রতিষ্ঠান সোমবার দুবাইয়ে একটি চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালিয়ে দেখিয়েছে। ভবিষ্যতের এই প্রযুক্তি ব্যবহার করে শহরের যানজট কাটিয়ে যাত্রীদের অনায়াসে আকাশপথে কম সময়ে নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে।
উড্ডয়ন প্রতিষ্ঠান চীনের গুয়াংজুভিত্তিক এক্সপেং ইনকরপোরেশন এক্সপেং এক্স২ নামের এই উড়ুক্কু গাড়ি তৈরি করেছে। বিশ্বজুড়ে ডজনখানেক উড়ুক্কু গাড়ির প্রজেক্টের মধ্যে এটি একটি। তবে যাত্রীসহ উড্ডয়ন পরীক্ষায় সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। তাছাড়া মাঠ পর্যায়ে এই পরিষেবা চালু করতে কয়েক বছর লেগে যেতে পারে।
সোমবারের এই উড্ডয়ন পরীক্ষায় উড়ুক্কু গাড়িতে ছিল না কোনো মানুষ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গতবছরের জুলাইয়ে তারা মানুষসহ গাড়িটি পরীক্ষা করে দেখেছে।
আরও পড়ুন: বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনে কাজ করবে থ্রিডিওএম ও কসমস গ্লোবাল
১১৭০ দিন আগে
বাজারে নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে
বাংলাদেশের বাজারে ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’ নামের নতুন স্মার্টওয়াচ আনছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
১৯০২ দিন আগে
করোনা পরীক্ষার ২০০০ কিট দিল চীনের দুই প্রতিষ্ঠান
চীনের দুই প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড ফোরাম ইনিশিয়েটিভ এবং চাইনিজ ইনস্টিটিউট অব ট্রাডিশনাল মেডিসিন সহায়তা হিসেবে বাংলাদেশকে ২ হাজার কোভিড-১৯ টেস্টিং কিট দিয়েছে।
২০৮৪ দিন আগে