বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থতা লাভ করেছেন। মঙ্গলবার তাদের একবার পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়া যায়।’
তিনি জানান, ‘৭২ ঘণ্টার পর তাদের আরও একবার পরীক্ষা করা হবে। সেক্ষেতেও নেগেটিভ ফলাফল আসলে তারা করোনাভাইরাস মুক্ত বলে ঘোষিত হবে। তবে অবশ্যই তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলী মেনে চলতে হবে।’
বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত: আইইডিসিআর
‘করোনাভাইরাসের লক্ষণ’ নিয়ে ইতালি ফেরত ২ ব্যক্তি হাসপাতালে
আক্রান্ত অপর ব্যক্তির অবস্থাও ‘ভালো’ উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু তার পরীক্ষায় এখনও পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তবে তিনিও খুব দ্রুত সেরে উঠবে বলে আমরা আশা করছি,’ যোগ করেন তিনি।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে দাবি করে ডা. ফ্লোরা বলেন, এখনই স্কুল, কলেজ বা কমিউনিটি সেন্টারগুলো বন্ধ করে দেয়ার প্রয়োজন নেই। কিন্তু পূর্ব সতর্কতা হিসেবে আমরা জনসমাগম এড়িয়ে চলতে বলছি।’
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে আইইডিসিআর মোট ৩ হাজার ২২৫টি ফোনকল পেয়েছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টি ছিল করোনা সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে গত রবিবার দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল আইইডিসিআর।
প্রসঙ্গত, চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটাররের (https://www.worldometers.info/coronavirus/) তথ্যানুসারে, এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ৫৬৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং ৪৮ হাজার ৩৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।