ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কা লেগে দুই নারী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালের দিকে মীরসরাই উপজেলার বিএসআরএম গেট এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম শহর থেকে ঈদ উপলক্ষে যাত্রী নিয়ে একটি মাইক্রো (ঢাকা মেট্রো ট ১৯-৩০৬৪) নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। এটি জোরারগঞ্জ থানার বিএসআরএম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই নারীর নিহত যান। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
এএসআই জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহত দুই নারী গার্মেন্টস শ্রমিক। লাশগুলো উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে