নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার পুরাতর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন-খলিলুর রহমান ও বেলাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার রায় জানান, সকালে তিন যুবক মোটরসাইকেলে নাটোর শহর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান ও বেলাল নামে দুইজন নিহত হন। আহত হয়েছেন অপর একজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সারাদেশে গত মার্চে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং আহত হয়েছেন ৫৯৮ জন। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
নিহতদের মধ্যে নারী ৭৮, শিশু ৬৩।
সবচেয়ে বেশি ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৭ জন, যা মোট নিহতের ২৮.৬৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৭৪ শতাংশ। দুর্ঘটনায় ১৩৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৬.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮২ জন, অর্থাৎ ১৫.৯৮ শতাংশ।
আরও পড়ুন: মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
এই সময়ে ২টি নৌ-দুর্ঘটনায় দুজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। ১৫টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।