কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী জাহানারুল হক নোমান ইউএনবিকে বলেন, ঢাবি প্রক্টর আজ (বুধবার) তাদের দাবি পূরণের আশ্বাস দেয়ায় তারা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
‘শিগগিরই আমরা ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করবো এবং এরপর ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাবো কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেব,’ যোগ করেন তিনি।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত-নিউমার্কেট সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে প্রায় চারশ’ শিক্ষার্থী। রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের ফলে রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাবি প্রক্টর একেএম গোলাম রাব্বানি বলেন, ‘তাদের দাবি-দাওয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে। আমরা ইতিমধ্যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ ও ফলাফল নিয়ে আবেদন করলে তাদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা নিয়েছি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশ ও পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ন।
এছাড়াও সাত কলেজ পরিচালনার জন্য আলাদা প্রশাসনিক ভবন, প্রতিটি কলেজে মাসে অন্তত ১৪টি ক্লাস ঢাবি শিক্ষকদের নেয়ার ব্যবস্থা, আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম নেয়ার দাবি শিক্ষার্থীদের।