প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের রাজনীতিবিদ মোহাম্মদ এ আরাফাতকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এসব দপ্তর বিতরণ করা হয়।
আরাফাত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছেন। গত বছরের ১৭ জুলাই আওয়ামী লীগের টিকিটে উপনির্বাচনে বিজয়ী হয়ে একাদশ জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি।
তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।
তিনি অনেক বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিক যোগাযোগ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মোহাম্মদ এ আরাফাত একাডেমিক, সামাজিক-আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের শিক্ষক। তার একাডেমিক আগ্রহসহ ছোটখাট ব্যবসা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূলধন, সংযোগ ইত্যাদির সঙ্গে তাদের সম্পর্ক।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী হলেন হাছান মাহমুদ
তিনি ঢাকাভিত্তিক অলাভজনক সামাজিক সংগঠন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফাউন্ডেশনটি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ব্যাপক প্রচারণামূলক কাজ করেছে।
টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি, প্রাইরি ভিউ এবং ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্সড বিজনেস ডিগ্রি অর্জন করেছেন আরাফাত।
তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টক-শোর সুপরিচিত মুখ, তার তীক্ষ্ণ বুদ্ধি এবং যুক্তিযুক্ত যুক্তির জন্য জনপ্রিয়।
ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জনপ্রিয় মুখ। বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে তার আপসহীন দৃষ্টিভঙ্গি ও অবস্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের ন্যায়বিচারের পক্ষে সমর্থন তাকে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে পরিচিত তুলেছিল।
আরও পড়ুন: কে পেলেন কোন মন্ত্রণালয়