তথ্য আদান প্রদানের জন্য চালু করা হয়েছে রবিবার দুটি হট লাইন (৮৮-০২-৪৯৩৫৪২৪৬ ও ০১৮১১৪৫৮৫২১) নম্বর।
রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, ৪৯৩৫৪২৪৬ নম্বরটি অফিস চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ০১৮১১৪৫৮৫২১ নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬, বড় মগবাজার অথবা ৬৪টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে হতাহতদের স্বজনরা সরাসরি যোগাযোগ করে তথ্য সংগ্রহ ও রেড ক্রিসেন্টের সেবা নিতে পারবে।
এর আগে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে শুক্রবার নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ বাংলাদেশি অভিবাসী নিহতের আশঙ্কা প্রকাশ করে।
বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আ.স.ম. আশরাফুল ইসলাম রবিবার ইউএনবিকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নৌকাটিতে অন্যান্য কয়েকটি দেশের নাগরিকের মধ্যে ৫১ জন বাংলাদেশি ছিল। তাদের মধ্যে ৩৭ জন এখন নিখোঁজ রয়েছেন।’
‘উদ্ধার কাজ অব্যাহত রয়েছে’ জানিয়ে দূতাবাস কর্মকর্তা আরও জানান, ‘নিহতদের সংখ্যার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগের দায়িত্বরত (আরএফএল) পরিচালক ইমাম জাফর শিকদার বলেন, নৌকাডুবির ঘটনা জানার পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিহত ও জীবিত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে যোগাযোগ করে যাচ্ছে।
‘ইতিমধ্যে তিউনিসিয়া রেড ক্রস সোসাইটি, লিবিয়া দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে,’ যোগ করেন তিনি।
জাফর শিকদার বলেন, ‘ওই নৌকায় কারো আপনজন থেকে থাকলে তার কোনো তথ্য পাচ্ছেন না কিংবা কিছু তথ্য পেয়েছেন এসকল পরিবারের সদস্যদের পরবর্তী সহযোগিতা পেতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগে হটলাইন নম্বরে অথবা সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রাকৃতিক দুর্যোগ, নৌকা ডুবি, সশস্ত্র সংঘাত এবং অভিবাসনের ফলে যদি কারো পরিবারের সদস্য পরিবার থেকে বিছিন্ন হয়ে পড়ে তাদের পারিবারিক যোগাযোগ পুন:স্থাপনে কাজ করে যাচ্ছে।
এছাড়াও অবৈধ অনুপ্রবেশের দায়ে বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের কারাগারে আটক বিদেশি নাগরিকদের পারিবারিক যোগাযোগ পুন:স্থাপনে কাজ করছে সোসাইটি আরএফএল বিভাগ।