এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’।
সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে কয়েকটি মিছিল বের করা হয়। সোয়া ১০টার দিকে জাতীয় পতাকা, ঢাবির পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলন করা হয়।
পরে শিক্ষক এবং ছাত্ররা মল চত্বরে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন এবং উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে টিএসসিতে গমন করেন।
সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ঢাবির ভিসির সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেনএমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী স্ব-স্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করার কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- কেক কাটা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, মিষ্টি বিতরণ ও আলোকসজ্জা ইত্যাদি।
১৯২১ সালে ৮৪৭ জন শিক্ষার্থী, তিনটি অনুষদ এবং ১২টি বিভাগ নিয়ে যাত্রা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৩ হাজার ৩৮৫ শিক্ষার্থী, ২০১০ জন শিক্ষক, ৮৪টি বিভাগ এবং ১৩টি ইনস্টিটিউট রয়েছে।