দিনটিকে স্মরণ করে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও ব্যবসা প্রতিষ্ঠান দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বনানীতে আনিসুল হকের কবরস্থানে ফুল দিয়ে ঢাকাবাসীর প্রিয় মেয়রকে শ্রদ্ধা জানানো হচ্ছে।
রাজধানী গুলশান আজাদ মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন তার পরিবারের সদস্যরা।
২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৬৫ বছর বয়সে মারা যান আনিসুল হক।
একসময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক আনিসুল হক ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট ছিলেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলেন।
২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক।
রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।
তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদ করে জনগণের পথ জনগণকে ফিরিয়ে দেন তিনি। নগরকে পরিচ্ছন্ন রাখতে তিনি হাতে নেন পাঁচ হাজার ডাস্টবিন বসানোর কাজ। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ৭২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে তার নেতৃত্বে উদ্যোগ নেয় ডিএনসিসি। ডিএনসিসির বহু এলাকায় পুরোদমে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পুনর্র্নিমাণের কাজ চালু করেন তিনি। এছাড়া তিনি ডিএনসিসি এলাকা থেকে ২২ হাজার বিলবোর্ড অপসারণ করান।