তিনি বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য দেয়ার পেছনে অন্য কারও হাত আছে কি না, আমরা খতিয়ে দেখছি। তিনি যখন দেশে ফিরবেন, দেশের বিরুদ্ধে কি বলেছেন তখন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
সোমবার সচিবালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ‘এ ইস্যুতে আমরা রয়ে সয়ে অগ্রসর হচ্ছি। কারণ মশা মারতে আমরা কামানের ব্যবহার করতে চাই না।’
প্রসঙ্গত, ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত ১৭ জুলাই হোয়াইট হাউজে যান প্রিয়া।
প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ (ডিজঅ্যাপিয়ার্ড) হয়েছেন।’ তার ওই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশের বিভিন্ন মহলে।
শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রানিত হয়ে ওই বক্তব্য দিয়েছন প্রিয়া সাহার এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার বক্তব্যে তো ৩ কোটি ৭০ লাখ লোকের মিসিংয়ের কথা নেই। শেখ হাসিনা এরকম কোন কথা বলতে পারেন না। আমার মনে হয়, এটা প্রিয়া সাহা যা করেছে, তা আমাদের দেশকে ছোট করা। এটা কাল্পনিক, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। ‘
প্রিয়া সাহার ইস্যুতে সরকার ‘ব্যাকফুটে’ গেল কিনা প্রশ্নে কাদের বলেন, ‘না এটা ব্যাকফুটের কোন বিষয় নয়। বিষয়টা হলো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়।’
‘কারণ তাকে (প্রিয়া সাহা) সামান্য কোন ব্যক্তি বলে উড়িয়ে দেয়া যায় না। তিনি একটি এনজিও সংগঠনের নেতৃত্ব দেন, আবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক। কাজেই এটাকে তুচ্ছ জ্ঞান করতে পারি না। বিষয়টির গভীরে আমরা যাচ্ছি’ যোগ করেন তিনি।
কাদের বলেন, ‘উনি (প্রিয়া সাহা) নিজেই বলেছেন দেশে ফিরে আসবেন। এটা এমন কোন বিষয় নয় যে তাকে জোর করে দেশে ফিরিয়ে আনতে হবে। এরকম কিছু আমরা পাইনি। আমরা খতিয়ে দেখছি, সেরকম কিছু হলে আমরা দেখবো। সবকিছু জেনেশুনে আমরা সিদ্ধান্ত নিতে চাই। ‘
প্রিয়া সাহার সাথে দুদকে চাকরি করা তার স্বামীর কোন যোগসাজশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন ওনার স্বামী সরকারি চাকরি করেন। এক পরিবারে স্বামী-স্ত্রী এবং সন্তানসহ সবাই থাকেন। এখন একজন অপরাধ করলে সবাই শাস্তি পাবেন, এটাতো কোন কথা নয়।
তিনি আরও বলেন, ‘স্ত্রী কোন অন্যায় করলে স্বামীকে কেন অভিযুক্ত করতে হবে? এটা কোন আইনে নেই। আমরা অহেতুক এ বিষয়টিকে কেন উল্লেখ করতে যাব?