মঙ্গলবার বোমাং সার্কেলের ১৭তম রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রাজপূণ্যাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান রাজা উচপ্রু চৌধুরী।
দেশ বিদেশের মানুষের কাছে খুবই আকর্ষণীয় এ অনুষ্ঠান উপলক্ষে তিন দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা অনুষ্ঠিত হবে।
জানা যায়, তিন পার্বত্য জেলায় রাজপ্রথা চালু থাকলেও কেবলমাত্র বান্দরবানে ধারাবাহিক ভাবে রাজপূণ্যাহ অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে। এদিন রাজা বাহাদুর রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে রাজ দরবারে হাজির হন। আর উজির নাজিরসহ প্রতীকি সৈনিকরা রাজাকে গার্ড অব অনার প্রদান করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথিদের সামনে রাজা প্রজাদের কাছ থেকে বার্ষিক জুমচাষের জন্য খাজনা আদায় করেন। দূর-দূরান্ত থেকে প্রজাগণ রাজাকে দেখতে জেলা শহরে আসেন। প্রজাগণ রাজার জন্য বিভিন্ন উপঢৌকন এবং নজরানা প্রদান করেন।