সোমবার সন্ধ্যায় ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরাফাত (৮) দেউলভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র আরিয়ান (১৩) ও আরাফাত উপজেলার দেউলভোগ গ্রামের আপতু মোড়লের সন্তান। সোমবার দুপুরে মাছ শিকারের জন্য টেঁটা (মাছ মারার জন্য ফলাযুক্ত দীর্ঘ দণ্ডবিশেষ) নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থান করছিল আরিয়ান। এমন সময় তার ছোট ভাই আরাফাত দুষ্টুমি করে পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে এসে কচুরিপানা নাড়া দেয়। বড় ভাই মাছ ভেবে টেঁটা ছুড়ে মারলে সেটি তার ছোট ভাই আরাফাতের বুকের বামপাশে বিদ্ধ হয়। কিছুক্ষণ পর টেঁটাসহ আরাফাত ভেসে উঠলে আরিয়ানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। অসতর্কতা বা ভুলবশত দুর্ঘটনা হওয়ায় এতে বড় ভাইয়ের গ্রেপ্তারের কোনো আশঙ্কা নেই।