তিনি বলেন, ‘আমাদের রপ্তানি পণ্য বাড়াতে হলে গবেষণা জরুরি। আমি আশা করি নতুন নতুন পণ্য সৃষ্টি এবং আমাদের রপ্তানি যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
আরও পড়ুন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী
সবার জন্য ভ্যাকসিন, খাদ্য, বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন।
শেখ হাসিনা প্রতিটি শিল্প কারখানার গবেষণা ও উন্নয়ন শাখাকে কার্যকর ও শক্তিশালী করার উপর জোর দেন।
তিনি বলেন, ‘সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে, যেখানে গবেষণা করা জরুরি। কারণ আমরা এক বা দুটি আইটেমের উপর নির্ভর না করে (উৎপাদন) ব্যয় হ্রাস করতে, মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে এবং রপ্তানি পণ্যগুলোকে বৈচিত্র্যময় করতে পারি। সুতরাং, গবেষণার মাধ্যমে রপ্তানি বাড়ান।’
সেক্ষেত্রে তিনি উল্লেখ করেন, দেশ এখন ‘ডিজিটাল বাংলাদেশ’ হওয়ায় ডিজিটাল ডিভাইসগুলো রপ্তানির নতুন আইটেম হতে পারে।
বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল উল্লেখ করে প্রধানমন্ত্রী এই খাতের আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করার জন্য গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশাল জনসংখ্যার একটি দেশ তবে তার স্বল্প আবাদযোগ্য জমি ব্যবহার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
আরও পড়ুন: বীমার সুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বললেন প্রধানমন্ত্রী
উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ নাগরিক গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘এটিকে (জমির সংকট) মাথায় রেখে আমাদের গবেষণা আরও জোরদার করতে হবে যাতে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ (সোনার বাংলা) গড়ে তুলতে পারি।’
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।