রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ২৬তম কাউন্সিল হতে যাচ্ছে সোমবার। ৬ বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ৭ বছর পর এই কাউন্সিল হতে যাচ্ছে।
রাবি ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১১ ডিসেম্বর।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৯৪ জন প্রার্থী তাদের সিভি জমা দিয়েছেন।
পরিষদকে সামনে রেখে পদপ্রার্থীদের ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা নেতাদেরও শীর্ষস্থান দখলের জন্য জোর প্রচেষ্টা চালাতে দেখা গেছে।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকর্মীর হাতে রাবি শিক্ষার্থী লাঞ্ছিতের অভিযোগ
শনিবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটক, কাজলা গেট, প্যারিস রোড, টুকিটাকি ও পরিবহন চত্বর ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডে।
ক্যাম্পাসের সাবাশ বাংলাদেশ মাঠে ইতোমধ্যে কাউন্সিলের মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যা ক্যাম্পাস ও এর আশপাশে উৎসবের আমেজ তৈরি করেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ কাউন্সিল ২০১৬ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
প্রায় ছয় মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ওই কমিটির মেয়াদ শেষ হয়। তবে ওই মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম চলে আসছে।
গত সাড়ে ছয় বছরে তিনবার কেন্দ্রীয় নেতৃত্ব বদল হলেও বদলায়নি রাবির নির্বাহী কমিটি। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় বেশির ভাগ প্রার্থীর ছাত্রত্ব শেষ হয়ে যায়।
তাদের মধ্যে অনেকেই তাদের ছাত্রত্ব চালিয়ে যাওয়ার জন্য সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হন।
আরও পড়ুন: রাবিতে হলের ছাত্রকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে