শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার সকালে মজুরি বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভকারীরা আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে।
একই দাবিতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার শ্রমিক। এসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন শ্রমিক।
এ ঘটনার পর আশেপাশে ২০টি পোশাক কারখানার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শিল্প পুলিশের পরিচালক সানা শামিনুর রহমান বলেন, মজুরি বৈষম্যের অভিযোগে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তাদেরকে সরিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামানসহ সাজোয়া যান।
এদিকে সাভার ও আশুলিয়ার আন্দোলনরত শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।