বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রায় নারীদের একটা বড় অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশের অনেক নারীই এখন তাদের শিক্ষা ও কর্ম দক্ষতার মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। এরই ধারাবাহিকতায় ‘ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার’ নামের একটি অনলাইন প্লাটফর্ম নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ঠাকুরগাঁও পৌরসভাধীন কলেজপাড়া এলাকায়।
২০২০ সালে এই অনলাইন প্লাটফর্ম যাত্রা শুরু করে। এই প্লাটফর্মটির মাধ্যমে প্রায় শতাধিক নারী স্বাবলম্বী হয়ে উঠেছেন। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার, যারা নিয়মিত এই গ্রুপ থেকে কেনাকাটা করে। ক্রেতারা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের কুশন, পাটজাত পণ্য, শো-পিছ, গায়ে হলুদের গহনা ইত্যাদি কিনে থাকেন। গ্রামাঞ্চলের নারীরা ঘরে বসে এগুলো তৈরি করেন। এগুলোর মাধ্যমে তাদের স্বাবলম্বী করার মাধ্যম তৈরি করে দিয়েছেন সানজিদা শারমিন সেতু।
সেতু তাদের কাজ করতে শেখাচ্ছেন, বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করতে সহযোগিতা করছেন এবং সেই পণ্যগুলোও বাজারজাতকরণের চেষ্টা করছেন।
তার এই সংগ্রাম যুদ্ধের গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি রূপকথা। সেতু সাধারণ নারীদের কথা ভেবে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে প্রথমত ২০ জনকে নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরু করেন। বর্তমানে শতাধিক নারী এখান থেকে কাজ শিখেছে। ৪০ জন নারী নিয়ে তার এই ছোট পরিসরে কোনোরকমে কাজ করে আসছেন। প্রয়োজনীয় মেশিন ও তৈজসপত্রের স্বল্পতা থাকার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
আরও পড়ুন: হাত-পা বিহীন এসএসসি পরীক্ষার্থী সালাহ উদ্দিনের স্বপ্ন বড়