শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়।
করাচি, লাহোর, পেশোয়ার, ও রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন বড় শহরগুলোর বাসিন্দারা বিদ্যুৎ না থাকার কথা জানাতে শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দেশটির অন্য বিভিন্ন শহরের বাসিন্দারাও একই অভিযোগ জানান।
পাকিস্তানে আইএস বন্দুকধারীদের হামলায় ১১ খনি শ্রমিক নিহত
পাকিস্তানের ন্যাশনাল ট্রান্সমিশন অ্যান্ড ডেসপ্যাচ কোম্পানি (এনটিডিসি) জানায়, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে।
পরে এক টুইট বার্তায় দেশটির জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব খান জানান, পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি ৫০ থেকে শূন্যে নেমে যাওয়ার কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
‘ফ্রিকোয়েন্সি নেমে যাওয়ার কারণ কী তা আমরা জানার চেষ্টা করছি,’ লেখেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে মাদ্রাসায় বোমা হামলায় নিহত ৭ শিক্ষার্থী, আহত ১১২