গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটরের (জিইএম) ২০১৯ সালের প্রতিবেদনে ইউএই ছিল পঞ্চম অবস্থানে।
এবার যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক অর্থনীতির অনেকগুলো দেশ সূচকের সামগ্রিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে।
আরও পড়ুন: বিদেশিদের নাগরিকত্ব দেবে সংযুক্ত আরব আমিরাত
ইউএই ২০২০ সালের সংস্করণে সাধারণ সূচক কাঠামোর অন্তর্ভুক্ত অনেকগুলো উপ-সূচকে উন্নত র্যাঙ্কিং অর্জন করেছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে জাতীয় সরকারগুলোর কোভিড-১৯ লকডাউনের প্রতিক্রিয়া এবং উদ্যোক্তা বিভাগে এর প্রভাবে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। সেই সাথে সাধারণ ভৌত অবকাঠামো ও পরিষেবাদি সূচকে ১০ পয়েন্টের মাঝে ৭.৩ পেয়ে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রিয়া এবং জার্মানিকে ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: অভিবাসীদের ৮ বছরের মাঝে নাগরিকত্ব দিতে বিল আনছেন বাইডেন
সাংস্কৃতিক, সামাজিক নিয়মাবলী এবং সোসাইটি সহায়তাতেও দেশটি একই স্কোর অর্জন করেছে। দেশটি জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন ও দক্ষিণ কোরিয়ার চেয়ে এগিয়ে নরওয়ে এবং ইতালির পাশাপাশি শীর্ষে রয়েছে।
ইউএই’র অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেন, এই অর্জন অত্যন্ত গর্বের বিষয়, যা সংযুক্ত আরব আমিরাত পরিচালিত অর্থনৈতিক নীতির দৃঢ়তা এবং এর জ্ঞানী নেতৃত্বের সমর্থন ও দিকনির্দেশের মাধ্যমে নিশ্চিত করে। সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ ইনডেক্সে বিশ্বব্যাপী চতুর্থ র্যাঙ্কিং দেশটির উদ্যোক্তা বিভাগকে বিকশিত করতে এবং এসএমইগুলোর প্রকল্পের মডেলকে অর্থনৈতিক বৈচিত্র্য ও স্থায়িত্বের প্রধান চালক হিসেবে তুলে ধরতে এবং বিশ্বব্যাপী তার প্রতিযোগিতা বাড়াতে জাতীয় উদ্যোগের সাফল্যের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু
উদ্যোক্তা সংক্রান্ত বিষয়গুলো সংযুক্ত আরব আমিরাতের তেলবিহীন জিডিপিতে বড় অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।
‘সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী ৫০ বছরের পরিকল্পনার মধ্যে অগ্রাধিকার হিসেবে উদ্ভাবনী ধারণাগুলোতে আমাদের বিজ্ঞ নেতৃত্বের নির্দেশে অর্থ মন্ত্রণালয় দেশের বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় উদ্যোক্তাদের এসএমই এবং স্টার্ট-আপগুলোর উন্নয়নে সমর্থন এবং ক্ষমতায়নের জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাবে,’ বলেন তিনি।
আরও পড়ুন: কয়েক লাখ অভিবাসীকে নাগরিকত্বের মর্যাদা দিতে যাচ্ছেন বাইডেন
বৈশ্বিক উদ্যোক্তা সূচকে এবার প্রথম তিনটি স্থান দখল করে নিয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড ও তাইওয়ান।
জিইএম প্রকাশিত এ প্রতিবেদন বিশ্বের উদ্যোক্তা ও এর কার্যক্রম সম্পর্কে বৃহত্তম গবেষণা। এতে উদ্যোক্তাদের মূল্যায়ন নিয়ে বিশ্ব অর্থনীতিতে যে গবেষণা চালে তার সংক্ষিপ্তসার রয়েছে।