অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার এক বিবৃতিতে মঙ্গলবার রাতে বলেছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞরা অনুসন্ধানে রোগীদের রক্তে অতিরিক্ত নিকেল ও সিসার উৎস কী ছিল তা নিশ্চিত করতে পারেননি, খবর এপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল টেকনোলজির বিশেষজ্ঞদের পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।
এসব ভারী ধাতু কীভাবে রোগীদের রক্তে প্রবেশ করেছে তা নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভারতে রহস্যময় রোগে আক্রান্ত হয়ে ১৪০ জন হাসপাতালে
অন্ধ্র প্রদেশে অজানা এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮৫ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এরই মধ্যে একজন মারাও গেছেন।
স্থানীয় চিকিৎসকদের বরাতে গত রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোগীদের মধ্যে বেশির ভাগই অন্ধ্র প্রদেশের এলুরু শহরের বাসিন্দা এবং তাদের মধ্যে বমিভাব থেকে শুরু করে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার হওয়ার মতো বিভিন্ন উপসর্গ রয়েছে।