২০০৭ সালে শান্তিতে নোবেলজয়ী সু চির প্রতি সম্মান দেখিয়ে তাকে কানাডার অনারারি নাগরিকত্ব প্রদান করে দেশটির সরকার।
কিন্তু রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার ঘটনায় সম্মতি প্রদানের জন্য তাকে দেয়া নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে কানাডার সংসদ।
কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সু চিকে দেয়া ওই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে দেশটির সিনেট সদস্যরা।
এর আগে গত সপ্তাহে হাউজ অব কমন্সে সু চি’র নাগরিকত্ব প্রত্যাহারের জন্য একইরকম সর্বসম্মত ভোট দেয় উচ্চকক্ষ।
উল্লেখ্য, অনারারি কানাডিয়ান নাগরিকত্ব বাতিল হওয়া প্রথম ব্যক্তি হলেন সু চি।
গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ ব্যাপক বর্বরতার শিকার হয়েছেন দেশটির রাখাইন রাজ্যে বসবাসকারী লাখ লাখ রোহিঙ্গা। বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন ১১ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম।
রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের ঘটনায় নিশ্চুপ ভূমিকা পালন করেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। রোহিঙ্গা নির্বাচনের বিরুদ্ধে নীরব থাকায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।