মঙ্গলবার বিডা কার্যালয়ের কনফারেন্স রুমে দুই প্রতিষ্ঠানের মধ্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলার যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, একটা দীর্ঘ সময় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা সেই দিকে এগোচ্ছি। গত ১২ বছরে তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অবিশ্বাস্য, অবকাঠামোগত উন্নয়নসহ আমাদের বিনিয়োগ বেড়েছে বহুগুণ। সেই সাথে আমাদের কিছু টার্গেট আছে। ২০২৪ সালে মধ্য আয়ের দেশ, ২০৩০ সালে উচ্চ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে, যা অধিক হারে বিদেশি বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। আর দেশকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।’
আরও পড়ুন: বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত আরও ৬ সেবা
তিনি স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংক এবং বিডার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এর ফলে আমাদের বিনিয়োগ আকর্ষণ করা আরও সহজ ও দ্রুত হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেশি ও বিদেশি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য মুখ্য খাতগুলো যেমন কৃষি ব্যবসা, আইসিটি, ইলেকট্রনিকস, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, পর্যটন, নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্য খাত প্রভৃতি ক্ষেত্রে উচ্চ মানের, উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং উন্নয়নের পক্ষ্যে উচ্চ প্রভাবশালী বিনিয়োগ বৃদ্ধি পাবে।’
আরও পড়ুন: দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে জাপানের নিপ্রো যোগ দিয়েছে জেএমআই গ্রুপের সাথে
বন্ডে বিনিয়োগ উৎসাহিত করতে প্রচারণার পরিকল্পনা ঢাকার
অনুষ্ঠানে স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংক সুনামের সাথে দীর্ঘ ১১৫ বছর গ্রাহকসেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ব্যাংকে পরিণত হয়েছে। আমরা আমাদের বৈশ্বিক পদচারণা ও সক্ষমতা ব্যবহার করে কোভিড পরবর্তী বিশ্বে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য বিডার প্রচেষ্টাকে আরও বেশি বিস্তৃত করতে সক্ষম হব। আমরা আশা করি আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে আমাদের সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি পাবে।’
আরও পড়ুন: বাংলাদেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করল তুরস্ক
বিডা ও স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংকের যৌথ সহযোগিতার প্রথম উদ্যোগ আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চীন-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এ সম্মেলনে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যকার উচ্চ-সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ করিডোরের কৌশলী সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।
আশা করা যাচ্ছে, বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের নেতাদের সাথে চীনের সরকারি ও বেসরকারি খাতের নীতি নির্ধারক, বিনিয়োগকারী, ব্যাংকার ও অর্থনতিবিদসহ তিন শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে যোগ দেবেন।